উইন্ডোজ এক্সপি এক্সপার্ট ভাইদের কাছে একটু সলুসন চাই, প্লিস কেউ এরিয়ে যাবেন না

আসসালামুয়ালাইকুম সবাই কে। প্রথমেই টেকটীউন্স মডারেটর ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার এই টিউন TT এর নীতিমালার বাইরে হয়। কিন্তু আমার এই সমস্যার সমাধান কোথাও না পেয়ে এখানে লিখছি।

আমি অনেকদিন ধরে উইন্ডোজ এক্সপি ইউস করি কিন্তু আগে এই সমস্যা বুঝতে পারি নাই। কিছুদিন ধরেই এই সমস্যা হচ্ছে, সমস্যা হল কিছু সফটওয়্যার ইনস্টল দেয়ার সময় এই লেখাটা আসে।

এই সমস্যা নিয়ে আমি অনেক টিউন পরেছি কিন্তু কোন সমাধান পাই নি। শুধু এইটুকু বুঝেছি এটা .netframework এর সমস্যা। কিন্তু সব সাইটগুলাতে যা সমাধান দেয়া আছে তা পরিপুর্ন না। আর তাছারা আমি .netframeworrk er latest verson 4 install করেছি তাও এই লেখা দেখায়। প্লিস কেই একটা সলুসন দেন। তাহলে অনেক উপকার হয়।

আমি যেসব ইউস করছি

acer aspire 5580

windows xp 32 bit sp2

dotnetframework 4

আর একটা কথা, আমি ড্রাইভ ফাইন্ডার দিয়ে দেখেছি কোন দ্রাইভ মিসিং নেই আর সবগুলাই লেটেস্ট আপডেট।

সমস্যা টির একটা উদাহরনঃ আমি হোসেন আহম্মদ ভাইয়ের একটা টিউন থেকে এই টিউন থেকে সফটওয়্যার টি  ডাউনলোড করার পর নিচের মত লেখা আসে

এখন আমি কি করতে পারি। নেট ফ্রেম ওয়য়ার্ক ইনস্টল সাক্সেস্ফুল ছিল। তারপর ও এই সমস্যার কি সমাধান হতে পারে। netframework 3.5 try করব নাকি অন্য অন্য কিছু করতে হব।  আর সমাধান করার জন্য আরও ডিটেইলস দরকার হলে যানাবেন। ধন্যবাদ টিউন টী পড়ার জন্য।।

Level New

আমি নাজমুজ সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস