হ্যালো, সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আমি টেকটিউন পরিবারের পুরনো সদস্য। কিন্তু এই প্রথম নিজের একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
ভাই, জরুরী নির্দেশের প্রেক্ষিতে অফিসের ডেস্কটপ পিসিতে বাংলা টাইপিংয়ের জন্য বিজয়ের সুতুন্নী ফন্টসের পরিবর্তে নিকস ফন্ট ব্যবহার করতে হচ্ছে। এই কারণে বিজয়ের সুতুন্নী ফন্টে টাইপ করা প্রচুর ওয়ার্ড ডকুমেন্টকে ইউনিকোডে কনভার্ট করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। এই কারণে নির্বাচন কমিশন এবং ওয়েবের নানা সাইট হতে নিকস কনভার্টার ১.১ কয়েকবার ডাউনলোড করেছি। ডাউনলোড করা সফটওয়ারটি এরর ফ্রি মনে হয়েছে। কিন্তু কোনভাবেই এই কনভার্টার রান করাতে পারছি না। নিকস কনভার্টার সফটওয়্যারটি ইনস্টল দিলে দেখে মনে হয় ঠিকমত ইনস্টল হয়েছে, কিন্তু রান করালে কম্পিউটার স্ক্রিনের একটি পপআপ বক্সে NikoshConverter has stopped working আসে। এর পর ক্লোজ বাটন আসে এবং ক্লোজ করা ছাড়া অন্য উপায় থাকে না। উল্লেখ্য যে, আমার পিসি সমূহের ও.এস হচ্ছে উইন্ডোজ-৭, ৬৪ বিট প্রফেশনাল ভার্সান। বাসায় ব্যবহৃত পিসি (উইন্ডোজ-১০)তেও চেষ্টা করেছি। আরও ৪টি পিসিতেও ইনস্টল দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু কোনভাবেই সফল হতে পারিনি। তাই কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে আমি বিশাল ধকল হতে রক্ষা পাব। কেউ চাইলে আমার পিসির Teamviewer ID দিব। আপনাদের সাহায্যই পারে আমাকে এই বিপদ হতে রক্ষা করতে।
আমার পাশের অফিসের একটি পিসিতে ঠিকমত এই কনভার্টারটি রান করতেছে। ঐ পিসিরও ও.এস উইন্ডোজ ৭, কিন্তু আলটিমেট ভার্সন। আমি বুঝতেছিনা প্রফেশনাল ভার্সনের কারণে কোন সমস্যা হচ্ছে কিনা ?
আপনাদের সদয় সহযোগিতা কামনা করছি।
মোহাম্মদ হোছাইন
চট্টগ্রাম।
মোবাইলঃ ০১৮১৯-১৭৮০৮৪
ইমেইলঃ [email protected]
আমি Mohammad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।