ভি-সেট কি? এটি ব্যবহার করে কি আমি আমার গ্রামে ইন্টানেট ব্যবহার করতে পারব?

প্রিয় টিউনার, আমি আমার গ্রামে  ইন্টানেট ব্যবহার করতে চাই মডেম ছাড়া। কিন্তু সেভাবে Broad Brand কানেকশন নাই। আমি ভি-সেট ব্যবহারের কথা শুনেছি কিন্তু বিস্তারিত জানি না। ভি-সেট কি, এটি কিভাবে এবং কি কাজে ব্যবহৃত হয় এবং কোথায় পাউয়া যায় বিস্তারিত জানালে উপকৃত হব।

সবাইকে ধন্যবাদ

Level 0

আমি Roman Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি যা করতে চাচ্ছেন সেটা হলো মশা মারতে কামান দাগার মত। সিরিয়াসলি বলছি, ঠাট্টা নয়।
আর সবচেয়ে বড় কথা, সরকার বর্তমানে এটার অনুমোদন বন্ধ নরে দিয়েছে, যা আছে সেটা সীমিত আকারে।

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.

Level 0

আমি আসলে শুধু ইন্টারনেট ব্যবহার করার জন্য নয়? সাথে আরো কি কিছু! যদি পারেন এ ব্যাপারে বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে।

    Level 0

    ওহ নো আপনি ভি-সেট ব্যবহারের অনুমতি পাবেন না। সরকার ভি-সেট ব্যবহার কারি প্রতিষ্ঠানের উপর নজরদারি করতেছে। এমনকি বন্ধ করে দওয়ারও চেষ্টা চলছে। আর নতুন কোন প্রতিষ্ঠাকে অনুমদোন দয়ার প্রশ্নই আসে না।
    বিস্তারিত http://www.allvoices.com/s/event-6005554/aHR0cDovL3d3dy5iYmMuY28udWsvYmVuZ2FsaS9uZXdzLzIwMTAvMDYvMTAwNjAzX3ZzYXRiYW4uc2h0bWw=

Level 0

আমি কোথায় যেন শুনেছি এর খরচাপাতি নাকি প্রচুর , কে জানে ।

    Level 0

    হুম কিছুটা বেশিই খরছ

Level 0

অনুমতি এবং খরচাপাতির ব্যাপার তো পরের ব্যাপার। আগে তো এটা সম্পর্কে বিস্তারিত জানি!

আমি ভি স্যাট বিষয়ে বিস্তারিত জানিনা তবে আপনার গ্রামের কাছাকাছি ১০কি:মি এর মধ্যে কোন রেডিও লিংক বেসস্টেশন অথব রেডিও লিংক সাবস্ক্রাইবার থাকলে কম খরচেই ব্রডব্যান্ড এর মত কানেকশন ব্যাবহার করতে পারবেন। এধরনের সার্ভিস দিচ্ছে বিডিকম, এডিএন ব্রডব্যান্ড, মাইক্রোসেল সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান। বিডি কম আপনাকে ডেডিকেটেড কানেশন দিবে।খরচ একটু বেশি আর এডিএন ব্রডব্যান্ড খরচ বিডিকমের চেয়ে একটু কম।আরো বিস্তারিত জানতে ওয়েবে খুঁজ করুন।

এডিএন ব্রডব্যান্ড—http://www.adnsl.net/

VSAT: A Very Small Aperture Terminal (VSAT), is basically two-way satellite ground station with a dish antenna that is smaller than 3 meters (most VSAT antennas range from 75 cm to 1.2 m). VSAT data rates typically range from narrowband up to 4 Mbit/s. VSATs access satellites in geosynchronous orbit to relay data from small remote earth stations (terminals) to other terminals (in mesh configurations) or master earth station “hubs” (in star configurations). A DTH service provider has to lease Ku-band transponders from the satellite. The encoder converts the audio, video and data signals into the digital format and the multiplexer mixes these signals. At the user end, there will be a small dish antenna and set-top boxes to decode and view numerous channels. On the user’s end, receiving dishes can be as small as 45 cm in diametre. – এটা অবশ্য ভি-সেটের মাধ্যমে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখার জন্য। তবে এ থকে ধারনা পেতে পারেন।

হাহাহা, ভি সেট তো প্রশ্ন ই উঠে না।
আপনে বলেন কথায় আপনার গ্রাম। ওখানের আশে পাশে কত দুরে ব্রড ব্যান্ড লাইন আছে? কন কমপানি আছে জানা থাকলে বলেন।