সবাইকে শুভেচ্ছা।আবশা করি সবাই ভাল আছেন।আমি একটু সমস্যায় আছি আশা করা সাহায্য পাব।আমি techtunes এর নিয়মিত পাঠক।techtunes এর wordpress tutorial এর মাধ্যমে তাওহিদুল ইসলাম ভাই এর সাহায্যে এখন wordpress ভালই পারি।তাবে সমস্যা হয় এর কাস্টমাইস করতে।তই আবার techtunes এর সরণাপণ্য হয়েছি।এখন আমার দুটি সমস্যা হয়।যেমন wordpress সম্পন্নটি বাংলা করার পরওআমার থিমটি সম্পন্ন বাংলা হয় না।আর একটি সমস্যা হল আমার নিজের কোন কোড ব্যবহার কনতে চাইলেসেটি কিভাবে করব বা এড দিতে চাইলে এড এর কোড গুলো কোথায় বসাব?ব্রগ সাইটে ও কিভাবে এড দিতে পারি বা কোড বসাতে পারি।একটু যদি কোন ভাই সাহায্য করতেন উপকৃত হই।
আমি রায়হান রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সহজ সমাধান, এড দেয়ার জন্য প্লাগইন ব্যবহার করুন।
বাংলা করতে চাইলে প্রথমে থিমটাকে ধরে স্ট্রিংগুলো বাংলা করুন। এর সাথে স্বাধীন ভাইয়ের বাংলা প্যাকটা ব্যবহার করুন। এ দুটো জিনিস একত্রে করতে পারলে আপনার সাইট ৯৯% বাংলা হয়ে যাবে।