আমার প্রথম টিউনে অভিজ্ঞ টিউনারদের কাছে সহযোগীতা চেয়ে শুরু করছি। পেনড্রাইভ বুটেবল হয়ে গেলে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কোন ব্যবস্থা আছে কিনা? জানতে চাই।

প্রিয় টিউনার ভাই ও বোনেরা আমার সালাম নিবেন। আমি একজন নতুন টিউনার। যদিও টিউনার নিকটি অনেক আগেই খুলেছি। কিন্তু এটাই আমার প্রথম টিউন। আমি নিয়মিতই টেকটিউন সাইটটি ভিজিট করি এবং সবার টিউন পড়ি। এভাবেই একটি টিউমেন্টস করতে গিয়ে দেখি আমাকে রেজিষ্ট্রেশন করতে হবে। টিউমেন্টস করার লোভ থেকেই  অনেকবারই একটি নিক খোলার চেষ্টা করেছি কিন্তু নিক খুলতে পারিনি। এভাবে অনেক বার চেষ্টার পরে হঠাৎ করে মনে পড়ল আমি টেকটিউনসসে আইডি খুলেছি অনেক আগেই। তারপর আমার যত ইউজার নেম ও পাসওয়ার্ড আছে তা দিয়ে চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত এই আইডিটি উদ্ধার করতে পারলাম। উদ্ধার করে আমি আনন্দিত হয়ে ছিলাম। মনে হচ্ছিল কলম্বাসও আমেরিকা আবিষ্কার করে এত আনন্দিত হয়নি। কেননা আমি প্রযুক্তি ও আইটি বিষয়ে জানতে  আগ্রহী। আমি আপনাদের সাথে থেকে প্রযুক্তি ও আইটি বিষয়ে কিছু শিখতে চাই। আশা করি আপনার আমাকে আপনাদের সাথে আমাকে একজন সহটিউনার হিসেবে স্থান দিবেন।

 

আর সেই সাথে আপনাদের কাছে সহযোগীতা কামনা করছি

আমার সানডিস্কের ১৬ জিবি প্রেনড্রাইভ বুটেবল হয়ে গেছে। কিভাবে হল আমি নিজেও জানিনা। পূর্বাবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা আছে কিনা জানতে চাই। এ বিষয়ে অভিজ্ঞজনের সাহায্য চাই। পেনড্রাইভটি গিফটেড ও প্রিয় একটি প্রেনড্রাইভ।

আশা করি নিরাশ করবেন না কেউ না কেউ করবেন। প্লিজ

আজ এখানেই শেষ করছি। দেখা আবার। চেষ্টা থাকবে আপনাদের নতুন কিছু টিউন উপহার দেয়ার। তার আগে শিখতে হবে। এই টিউনটি দিতে গিয়ে পাক্কা দুই ঘন্টা সময় লাগল। একটার পর একটা সমস্যা। কখন বলে বিভাগ পছন্দ করুন, করলাম  তাপর বলে ট্যাট নির্বাচন করুন করলাম, তারপর বলে কমপক্ষে তিনটি ট্যাগ নির্বাচন করুন করলাম, তারপর আসল থাম্বনেইল যুক্ত করুণ, আমিতো অবাক থাম্বনেইল আবার কি তারপর সাইফুল ইসলাম ভাইয়ের https://www.techtunes.io/tutorial/tune-id/39086 টিউনটি পরে থাম্বনেইল যুক্ত করলাম। সবশেষে আপনার টিউনের বিষয়বস্তু খুব অল্প কমপক্ষে ২০০ শব্দের মধ্যে লিখতে হবে। তাই সবশেষে এই প্যারাগ্রাফটি লিখলাম।

 

ভবিষ্যতে আরও কত সমস্যা জানি আছে আল্লাহই জানে। তবে আমার কাছে কোন সমস্যাই সমস্যা না, সমস্যারেই প্রবলেম করি। তাই ভবিষ্যতে আরও টিউন দিব টেকটিউনের সকল সমস্যাকে প্রবলেম করে। 🙂

Level 0

আমি সোহেল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Right Click > Format… > Restore Device Defaults > Start

ভাই নি ও @ ভাই কাজ হইতেছে না। আপনার কথামতো কাজ করার পর “The Disk is Write Protected” লেখা আসতেছে।