IDM এর পর এবার নতুন সমস্যা । আশা করছি Techtunes EXPERT দের কাছ থেকে দ্রুত সমাধান পেয়ে যাব ।
সমস্যা:
My Computer এ ঢুকার পর Drive গুলো 20-30sec দেরি করে show করে ।
Disk Degfragment করেছি,But ফলাফল Green Banana (0).
CC Cleaner use করি, নিয়মিত Temp file clean করি,Registry error থাকলে Fix করি।
তারপরও এই সমস্যা,অবশ্য মাঝেমাঝে My Computer এ ঢুকার সাথে সাথেই Drive গুলো চলে আসে ।
5-6 দিন আগে Xp সেট আপ কৃরছি । কেন যেন মনে হচ্ছে এ সমস্যার সাথে সাথে আমার DVD WRITER টাও slow হয়ে গেছে।
CD/DVD Read করতে Normal এর চেয়ে বেশী সময় লাগে।
উল্লেখ্য,XP সেট আপ দিতে 3ঘন্টা লেগেছিল।C drive এর Partition ভেঙ্গে দিয়ে NTFS format এ XP দিয়েছি।
তারপর Main board এর CD ঢুকাতেই টের পেলাম Read করতে time নিচ্ছে অনেক।
Main boar utility install শেষে PC restart দিয়ে বুঝলাম My Computer এর Drive show করতে 20-30sec লাগছে।
আমি AVAST Internet Security ব্যবহার করি।এটা uninstall করে দেখেছিলাম,কাজ হয় নি।
EXPERT দের কাছ থেকে যথাশীঘ্র এর সমাধান আশা করছি ।
ধন্যবাদ ।
আমি সাসপেনসন-১০০। Unemployed, Private, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Average
ফোল্ডার অপশন থেকে ভিউ টেপ এ গিয়ে এটোমেটিন ড্রাইভার চেক অপশনটি উঠিয়ে দিন। বেস দেখবেন দ্রুত ড্রাইভার চালু হবে।