My Computer এ ঢুকলে অনেক দেরি করে Drive আসে

IDM এর পর এবার নতুন সমস্যা । আশা করছি Techtunes EXPERT দের কাছ থেকে দ্রুত সমাধান পেয়ে যাব ।

সমস্যা:

My Computer এ ঢুকার পর Drive গুলো 20-30sec দেরি করে show করে ।

Disk Degfragment করেছি,But ফলাফল Green Banana (0).

CC Cleaner use করি, নিয়মিত Temp file clean করি,Registry error থাকলে Fix করি।

তারপরও এই সমস্যা,অবশ্য মাঝেমাঝে My Computer এ ঢুকার সাথে সাথেই Drive গুলো চলে আসে ।

5-6 দিন আগে Xp সেট আপ কৃরছি । কেন যেন মনে হচ্ছে এ সমস্যার সাথে সাথে আমার DVD WRITER টাও slow হয়ে গেছে।

CD/DVD Read করতে Normal এর চেয়ে বেশী সময় লাগে।

উল্লেখ্য,XP সেট আপ দিতে 3ঘন্টা লেগেছিল।C drive  এর Partition ভেঙ্গে দিয়ে NTFS format এ XP দিয়েছি।

তারপর Main board এর CD ঢুকাতেই টের পেলাম Read করতে time নিচ্ছে অনেক।

Main boar utility install শেষে PC restart দিয়ে বুঝলাম My Computer এর Drive show করতে 20-30sec লাগছে।

আমি AVAST Internet Security ব্যবহার করি।এটা uninstall করে দেখেছিলাম,কাজ হয় নি।

EXPERT দের কাছ থেকে যথাশীঘ্র এর সমাধান আশা করছি ।

ধন্যবাদ ।

Level 0

আমি সাসপেনসন-১০০। Unemployed, Private, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Average


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ফোল্ডার অপশন থেকে ভিউ টেপ এ গিয়ে এটোমেটিন ড্রাইভার চেক অপশনটি উঠিয়ে দিন। বেস দেখবেন দ্রুত ড্রাইভার চালু হবে।

সব কিছু পড়ে বুঝা গেলো আপনার হার্ড ডিস্ক এ প্রবলেম আছে। স্কেন করুন বেড সেক্টর থাকতে পারে। উইন্ডস ৯৮ দিয়ে স্কেন করুন। অথবা এক্সপি হলে রান এ গিয়ে টাইপ করুন cmd তারপর টাইপ করুন chkdsk লিখে এন্টার দিন। হার্ড ডিস্ক এ বেস সেক্টর থাকলে শো করবে। তারপর chkdsk /F টাইপ করে এন্টার দিন, একটা মেসেজ আসবে কমান্ড প্রমট এ Y প্রেস করুন, পিসি রিস্টার্ট দিন। এভাবে ৬/৭বার করুন। তারপর ও বেড সেক্টর রিকভার না হলে উইন্ডস ৯৮ দিয়ে স্কেন করুন

    Pudina Pata ভাই,
    Hard Disk এ কোন problem নেই।HDD health check up দিয়ে check করেছি, সব Green Signal শো করেছে ।
    HDDScan দিয়ে Scan করেছি,Hard Disk এর health 100% ok.
    CMD তে যেয়ে chkdsk রান করে দেখেছি,”0 KB in bad sectors”.

    এখন কি করতে পারি ?
    ধন্যবাদ ।

    হাহাহা, আপনে আসলেই সব করছেন তো যা যা বলা হয়েছে ও যা যা আপনে লিখেছেন? হাহাহাহহা, ওকে, এক কাজ করুন, রেম টা চেন্জ করে দেখুন। এজিপি ইউস করে থাকলে সেটাও চেন্জ করে দেখুন। তবে আমি এখনো বলবো এটা আপনার হার্ড ডিস্কের প্রবলেম। আপনে পারলে ৯৮ দিয়ে চেক করেন।

মনে হয় আপনার র‌্যাম এ সমস্যা আছে। My Computer এ রাইট ক্লিক করে propertise এ গিয়ে দেখুন আপনি যত মেগাবাইটের র‌্যাম লাগিয়েছেন তার সাথে ওখানে দেখানো র‌্যামের মিল আছে কিনা।
যদি ১২৮ মেগাবাইটের র‌্যাম লাগানো থাকে তবে XP সেটাপ দিতে কখনোই ৩ ঘন্টা লাগার কথা নয়।
আমার পিসির র‌্যাম ১২৮ MB। XP সেটাপ দিতে ৪০ মিনিট সময় লাগে।

    ক্ষুদে টিউনার,
    আমার সমস্যাটা XP সেট আপ এ নয় ।
    R,আপনার অবগতির জন্য জনাচ্ছি – আমার PC এর রেম 4GB.আর এর আগে আমি 25min এ Xp সেট করেছি ।

    ধন্যবাদ ।