এইচ.এস.সি তে উত্তীর্ণ বন্ধুগণ এইদিকে আসুন! আসুন জেনে নেই কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগছে!!

আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবারো ফিরে এলাম। পড়াশুনার চাপে টিউন ও করতে পারি নি। আমি এবার এইচ.এস.সি পরীক্ষা দিয়ে ছিলাম এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে গোল্ডেন এ+ পেয়েছি। 😆 যাই হোক আমদের পরবর্তী মিশন ভালো কোন ভার্সিটি তে ভর্তি। আসুন জেনে নেই সেই সব ভার্সিটি তে ভর্তি হতে কত পয়েন্ট লাগছে :-o।

সরকারী মেডিকেল কলেজে:
SSC HSC total GPA with 4th sub:
3.50 3.50 8.00
ঢাকা বিশ্ববিদ্যালয়ে:
SSC HSC total GPA without 4th
Unit:
A – 3.50 3.50 8.00
B – 3.50 3.50 7.00
C – 3.50 3.50 7.50
D – 3.00 3.00 (স্ব স্ব বিভাগের জিপিএ)
E – 3.00 3.00 6.50
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে:
SSC - HSC total GPA with 4th sub:
A – 3.50 3.50 8.00
B – 3.50 3.50 7.50
C – 3.50 3.5 8.00
E – 3.50 3.50 6.50
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে:
SSC - HSC total GPA with 4th sub:
A (গাণিতিক ও পদার্থবিষয়ক)– 3.50 3.50
8.00(CSE=9.00)
B (সমাজ বিঞ্জান অনুষদ)– 3.50 3.50
7.00(science=8)
C (কলা ও মানবিক)– 3.00 3.00
7.00(science=7. 50)
D (জীববিঞ্জান)– 3.50 3.50 8.00
E (বিজনেস স্টাডিজ)– 3.50 3.50 7.50
(science=8.50)
F (আইন)– 3.50 3.50
7.50(science=8. ০০)
G (IBA)– 4.00 4.00
8.00(science=8. 50)
H (IT)– 3.5 3.50 (only science=8)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে:
SSC - ও HSC
A কলা অনুষদ– 3.50 3.50 7.50 with
4th sub:
B আইন – 3.50 - 3.50
7.50(Com=8.00 sci=8.50 with 4th
sub:
C সাইন্স)3.50 3.50 8.50
D Commerce 3.50 3.50 8.00
E (সমাজ বিজ্ঞান অনুষদ) 3.50 3.50 with 4th sub: total 8.00
= 3.50 3.50 with 4th sub: total
8.00
F+g সাইন্স= 4.00 4.00 with 4th
sub: total 8.5
খুলনা বিশ্ববিদ্যালয়েঃ
SSC - ও HSC উভয়
A – 3.00 3.00 7.00
B – 3.50 3.50 7.00
B – 3.50 3.50 7.00
E – 4.00 4.00 7.00
F – 3.00 3.00 7.00
L – 3.00 3.00 7.00
S – 3.00 3.00 7.00
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়েঃ
SSC - ও HSC উভয়। মোট 4th sub: সহ
A বিঞ্জান – 3.00 3.00 6.5
B(কলা ও মানবিক)– – 2.75 2.75 6.00
C (বিজনেস স্টাডিজ)– – 3.00 3.00 7.00
D(সমাজ বিঞ্জান অনুষদ) – 2.75 2.75
6.00
E আইন– 3.00 3.00 7.00
F জীববিঞ্জান– 3.00 3.00 6.5
G ইন্জিনিয়িারিং– 3.00 3.00 6.5
বরিশাল বিশ্ববিদ্যালয়েঃ

with 4th sub:
SSC - ও HSC উভয়। মোট GPA
A – 3.00 7.00
B – 3.00 6.00
C – 3.00 6.50
D – 3.00 স্ব স্ব বভিাগরে জিপিএ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েঃ
SSC - HSC total GPA with 4th sub:
A মানবকি - 3.00 3.00 6.50
A বিজ্ঞান - 3.00 3.00 6.50
A ব্যবসায় - 3.00 3.00 6.50
B মানবকি - 3.25 3.25 7.00
B বিজ্ঞান – 3.50 3.50 7.50
B ব্যবসায় - 3.50 3.50 7.50
C মানবিক - 3.00 3.00 6.50
C বিজ্ঞান – 3.50 3.00 7.00
C ব্যবসায় - 3.00 3.00 6.50
D বিজ্ঞান – 3.50 3.50 7.50
E বিজ্ঞান– 3.50 3.50 7.50
F মানবিক - 3.00 3.00 6.50
F বিজ্ঞান – 3.50 3.50 7.50
F ব্যবসায় - 3.50 3.50 7.50
ইসলামী বিশ্ববিদ্যালয়ঃ
SSC - ও HSC total GPA with 4th sub:
A – 3.00- মানবিক – 3.00 – 6.50
বিজ্ঞান – 3.25 3.25 7.00
ব্যবসায় – 3.25 3.25 6.75
B মানবিক – 3.00 3.00 6.50
ব্যবসায় – 3.25 3.25 6.75
C বিজ্ঞান – 3.25 3.25 7.50
D+ E+ F বিজ্ঞান শাখা 3.50 3.50 7.50
total with 4th sub:
G – মানবিক ও ব্যবসায় 3.25 3.25 6.75
বিজ্ঞান শাখা 3.50 3.50 7.25
H মানবিক – 3.00 3.00 6.50
ব্যবসায়- 3.25 3.25 6.75
বিজ্ঞান- 3.25 3.25 7.00
জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ঃ
SSC - ও HSC উভয়টিতে
A – 3.00 মানবিক – 6.00
B – 2.50 ব্যবসায় – 6.50
C – 3.00 বিজ্ঞান – 7.00
D – 3.00 অন্যান্য – 7.50
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঃ
SSC ও HSC total with 4th sub:
Aবিজ্ঞান - 3.00 -7.00
B মানবিক– 3.00 -6.50
C ব্যবসায়– 3.50 -7.00

শাহজালাল_বিজ্ঞান ও প্রযুক্তিঃ

(মানবিক: ৪র্থ
সহ-৬.৫০), (ব্যবসায়ে:
৪র্থ সহ-৬.৫০),
(বিজ্ঞান: ৪র্থ
সহ-৬.৫০

হাজী_মোঃ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর :
(মানবিক: ৪র্থ
সহ-৬.৫০), (ব্যবসায়ে:
৪র্থ
সহ-৬.৫০),
(বিজ্ঞান: ৪র্থ
সহ-৬.৫০)

পটুয়াখালী_বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:

(মানবিক: ৪র্থ
বাদে-৬.00), (ব্যবসায়ে:
৪র্থ বাদে-৬.০০),
(বিজ্ঞান: ৪র্থ
বাদে-৬.০০)

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
(বিজ্ঞান: ৪র্থ
সহ-৭.০০)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:

(মানবিক: ৪র্থবাদে-৬.00),

(ব্যবসায়ে:৪র্থ বাদে-৬.৫০),
(বিজ্ঞান: ৪র্থ বাদে-৬.৫০)

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:

(মানবিক: ৪র্থবাদে-৬.৫0),

(ব্যবসায়ে:৪র্থ বাদে-৬.৫০),
(বিজ্ঞান: ৪র্থবাদে-৬.৫০)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়:
(মানবিক: ৪র্থবাদে-৬.৫0),

(ব্যবসায়ে:৪র্থ বাদে-৬.৫০),
(বিজ্ঞান: ৪র্থবাদে-৭.০০)

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:

(মানবিক: ৪র্থবাদে-৭.00),

(ব্যবসায়ে:৪র্থ বাদে-৭.০০),
(বিজ্ঞান: ৪র্থবাদে-৮.০০).

বুয়েট :
(নুন্যতম জিপিএ: ইংরেজি,
বাংলাসহ ২৪;

খুলনা KUET:

(নুন্যতম জিপিএ: ইংরেজিসহ ১৮;

রাজশাহী RUET :
(নুন্যতম জিপিএ:ইংরেজিসহ18.50;
.
চট্টগ্রামCUET :
(নুন্যতম জিপিএ:ইংরেজিসহ ১৭;

# বি:দ্র:

বিশ্ববিদ্যালয়েরকর্তৃপক্ষ যে কোনসময়ে পরীক্ষা দেওয়ার ন্যূনতম যোগ্যতা পরিবর্তন করতে পারে এবং জাহাঙ্গীরনগর এর জিপিএ বিষয় অনুযায়ী পরিবর্তনশীল। আশা করি সবাই পরিস্কার হয়েছেন।  😀

সবার জন্য শুভকামনা। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটে চান্স পাই। 🙂

ফেসবুকে আমি

Level 0

আমি বয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস