বিসমিল্লাহ হির রাহমানির রাহিম
প্রিয় টেকটিউন বন্ধুগণ,
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই, নিশ্চয় অনেক ভাল আছেন।
ইন্টারনেট ইনকাম শুনলেই কেমন জানি আনন্দে বুকটা ভরে যেত কিন্তু কিসের কি?
সবাই যেন একটা প্রতারণার ফাদ পেতে বসে আছেন। শুধু নিজের লা্ভটাই চিন্তা করে। আপনি যাকেই বলবেন সেই এড়িয়ে যাবে, কেউ চাইনা আপনি ইন্টারনেট ইনকাম করেন। যদি কেউ বলতে চাই সে আপনাকে দুই একটা পিটিসি সাইটের নাম বলে দিবে। আমি বুঝলাম না কেন এত উদাসিনতা?
বা কিসের এত লস হয়ে যাবে তাদের তাও জানি না। আমারা সবাই জানি এই প্লাটফর্মে বহু কাজ পড়ে আছে শুধু যোগ্য লোকের অভাব। তাহলে আমাদের দেশের যোগ্য ভাইগণ যারা আছে তারাতো এই বিষয়টার দিকে একটু নজর দিতে পারেন।
তারা চাইলে আমাদের দেশটা এগিয়ে যেত এবং বেকার সমস্যা ও দূর হয়ে যেত। তাই আমাদের দেশের যোগ্য ভাইদের কাছে আমার আকুল আবেদন প্লিজ আপনারা এগিয়ে আসুন। বেকারদেরকে সাহায্য করুন, দেশটা এগিয়ে নিন।
টিকটিউন বন্ধুগণ, আজ এ পর্যন্তই।
আগামী পর্বে আবারো দেখা হবে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই রইল। আল্লাহ হাফেজ।
যদি কোন প্রশ্ন থাকে টিউমেন্ট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
ইমেইল করতে পারেন - [email protected]
ফেইসবুকে আমি আছি আপনাদের সাথে - https://www.facebook.com/asekjunaid
আমার ইউটিউব চ্যানেল - https://www.youtube.com/channel/UCutD_KLqK8Giy8nBzGG8jmw
টুইটারে আমি আছি আপনাদের সাথে -
আমার ব্লগ সাইট - http://asekjunaid.blogspot.com/
আমার ওয়েব সাইট -
আমার অন্যান্য সামাজিক যোগাযোগের আরো যে সাইট গুলোতে একাইন্ট আছে সে সাইটগুলোর বিস্তারিত নিচে দেয়া হল।
আমি আশিক জুনাঈদ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।