টেকটিউনসে এটা আমার প্রথম টিউন। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি অনেক দিন ছোট খাট কাজ করার পর এখন মোটামুটি বড় কাজ পাচ্ছি। তাই আমি সতর্কতার সহিত কাজটা করতে চাচ্ছি।
আমি এমাজনের উপর একটি কাজ পেয়েছি, একাউন্ট ম্যানেজার হিসেবে। বায়ার আমাকে বলেছে ইউ.এস এর আই.পি ধরে কাজ করার জন্য। একাউন্টের "নিরাপত্তার" জন্য।
কোন আই.পি ধরে কাজ করলে একাউন্টের কোন সমস্যা হবেনা, এবং কোন আই.পি ঠিকঠাক কাজ করবে।
প্লিজ বড় ভাইদের কাছে একটু চাই।
কোন ফ্রি আই.পি ব্যবহার করা যাবে কিনা? আমি একটি ফ্রি আই.পি চেঞ্জার ট্রাই করেছিলাম কিন্তু কাজ করেনা।
আমি যতদুর জানি আই.পি চেঞ্জ করতে হলে আই.পি সফ্টরয়্যার এবং মেক চেঞ্জার দুইটাই ব্যবহার করতে হয়। যদি আরো কোন ট্রিক্স থাকে প্লিজ বড় ভাইয়েরা দিবেন।।
এখন বিষয়টা নিয়ে একটু চিন্তিত। আমার জানামতে আপনার অনেকদিন যাবত ফ্রিল্যান্সিং করছেন, আপনারা এরকম সমস্যায় পড়ে অভ্যস্ত। কাজেই আপনারা বলতে পারবেন। এখন কোন পদ্ধতি অবলম্বন করলে সবচেয়ে ভাল হবে।
প্লিজ একটু "হেলপ" করবেন।
সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি যেন সামনে ভালো কোন টপিক্স নিয়ে টিউন করতে পারি।
#help প্লিজ # হেল্প,
UpWork
আমি আব্দুল মাজেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
you should use pure vpn which is the best vpn in the world. ya you can use it for free , just download and make a trail account and then you can use it fore 3 days. easy
for static ip you should try privet tunnel 🙂