আশা করি পরম করুনাময় উপর ওয়ালার রহমতে সবাই ভাল আছেন. আমি আপনারদের একজন নতুন বন্ধু টেকটিউন এ নতুন আশা করি আপনার সকল থেকে অনেক ভাল ভাল কিছু জানার সুযোগ হবে .
আমার কম্পিউটার এ কিছু দিন ধরে দেখছি যে অভ্র দিয়ে কোন কিছু লিখা যারচ্ছে না. যখন ই কিছু লিখতে যাই লেখা গুলো ওলট পালট দেখচ্ছে . আমি অনেক বার চেস্টা করতে ও এটার কোন সমাধান করতে পারছি না . আমি যখন এটা কে অনইনস্টল করতে চাই তখন ই একটা লিখা বার বার দেখাচ্ছে . আমি অভ্র তা এখন কি করতে পারি কিছুই বুঝচ্ছি না . আশা করি এখানে যারা বড় এক্সপাট ভাই আছেন . তারা হয়ত একটা ভাল সমাধান দিয়ে পারবেন . মাঝে মাঝে কাজ করে আবার কাজ করে না .কিন্তু বেশীর ভাগ সময় ই সমস্যা লেগে থাকে এতে করে বাংলা লিখা অনেক সমস্যা সম্মুখীন হতে হয়. আজ থেকে এমন কি বিজয় বাংলা ৫২ তে ও সমস্যা দেখাচ্ছে সফটওয়্যার তা ও ঠিক মত কাজ করছে এমন কি অনইনস্টল করছি তা ও হরচ্ছে না . এই মূহুত্বে ঠিক কি করলে আমি আমার কম্পিউটার এর বাংলা লিখা সহজে লিখতে পারি . বাংলা লিখার জন্য কি অন্য ভাল সফটওয়্যার আছে .যদি এমন থেকে অনুগ্রহ করে ওটার নাম তা বলুন.
আমি সজীব শীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।