Help Help Help স্মার্ট ফোন কিনবেন??? কোনটা কিনবেন দুশ্চিন্তায় আছেন?? দেখেন তো এইটা কেমন লাগে Sony Xperia Z

টিউনার ভাইয়া সবাই কেম আছেন?? আমি ভালই আছি। কেমন যাচ্ছে আপনাদের দিন কাল?? আমার তো খুবই খারাপ। এই অবস্থাতে ভাল থাকা যায় বলুন??? এত কথা বাড়িয়ে লাভ নেই আসল কথাই আসি। স্মার্ট ফোন আমাদের সকলেরই একটা স্বপ্ন। আবার অনেকের হাতে স্মার্ট ফোন না থাকলে মনে হয় একটা অঙ্গ ছাড়া পরেছে। তাই সবাই আমরা স্মার্ট ফোন নিয়ে কম বেশি আগ্রহী। এখন স্মার্ট ফোন বলতে আমরা যা বুঝি সেটা হল অ্যান্ড্রয়েড ফোন। আসলে স্মার্ট ফোন বলতে কি অ্যান্ড্রয়েড ফোনই কি বোঝায়?? উত্তর না। যেসকল ফোন খুব ভাল পারফরমেন্স দেয়, শুধু কথা বলা ছাড়া আরো অনেক ধরনের সেবা দিয়ে থাকে তাদেরকেই স্মার্ট ফোন বলা হয়। তবে আমার কাছে এই সঙ্গা টা কেমন অসম্পূর্ন মনে হয়। কারন যদি ফোন দেখতে না সুন্দর তাহলে তাকে কিভাবে স্মার্ট ফোন বলবেন?? এরকম কথা বাড়ালে হাজার কথা উঠবে। সব মিলিয়ে আমার অনেক দিনের শখ একটা স্মার্ট ফোন কেনার। আমি ছোট খাটো একটা ফ্রীলাঞ্চার তাই কিছু দিন টাকা জমিয়ে স্মার্ট ফোন কেনার কথা ভাবছিলাম। টাকা রেডি হবার পর আবার পরলাম নতুন চিন্তায়। কি ফোন কেনা যায়?? অনেক ভেবে অনেক যায়গা থেকে রিভিউ নিয়ে একটা স্মার্ট ফোন পছন্দ করলাম। মডেল হল সনি এক্সপেরয়া জি (Sony Xperia Z)। ফোনের মডেলঃ Sony xperia Z দেখতে কেমন??? এর উত্তরে আমি বলব \"আসলে বলার কিছু নাই 😛 দেখেই বলেন।\" ফোন টি বাজারে এসেছে ২০১৩ সালের 1 ডিসপ্লেঃ -এক কথায় অসাধারন। ৫ ইঞ্চি ফুলটাচ স্ক্রিন -মাল্টিটাচ সাপোর্ট করে। 2 ডিসপ্লে তে আমি ৫ এ ৫ দিব সাউন্ডঃ -যারা সনির ফোন গুলো ব্যবহার করেছেন তারা জানেন সাউন্ড ও ক্যামেরায় সনি অন্যন্য। যারা ব্যবহার করেন নি তারা শোনার পর অবাক হলেও হতে পারেন 🙂 -হেড ফোনের সাউন্ডে সনি আমার বিশ্বে ১ নম্বর (আমার মনে হয়)। 3 এখানেও ৫ এ ৫ মেমরীঃ -Sony xperia Z তে সবচেয়ে বড় সমস্যা হল এটাতে একটা সিম কার্ড -তো কি হয়েছে ১৬ জিবি ইন্টারনাল আছে না 🙂 -র‍্যাম ২ জিবি। 5 এখানে ৫ এ ৪.৫ ক্যামেরাঃ 13.1 Megapixel || Video: Yes, 1080p, Secondary 2.2 MP ক্যামেরা।

অনেক লিখে ফেললাম আজ আর লিখব না। আগামী দিনে আবার দেখা হবে

Level 0

আমি তালহা জীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস