আসসালামু আলাইকুম। ঈদ পরর্বতী শুভেচ্ছা।
ল্যপটপে উবুন্টু ইনস্টল দিয়েছিলাম। যখন আবার উইনডোজ এ আসতে চাচ্ছি, তখন বুটিং নিয়ে প্রায় 10-12 ঘন্টা setup is starting হতেই থাকে। হার্ডডিক্স একসেস হচ্ছে না। হার্ডডিক্স খুলে অন্যটাতে লাগিয়ে সেটআপ দিতে চাইলাম তাও হয় না। হ্যাং হয়ে থাকে।
অন্যদিকে বুটিং না নিয়ে অন করলে grub rescue> পর্যন্ত এসে বসে থাকে। সামনে আর যায় না।
কেউ কি আছেন আমার ল্যাপটপকে জিন্দা করার মত? 🙁 🙁 🙁 🙁
এক বৃদ্ধ ভদ্রলোক তার ২৫ বছর বয়সের ছেলে সহ ট্রেনে করে বাসায় ফিরছেন। ছেলেটা ট্রেনের জানালা দিয়ে আশেপাশের প্রকৃতি দেখছে।
ছেলে: (ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে) "বাবা! কি মজা! দেখো, ট্রেনের বাইরের গাছগুলো সব পিছনের দিকে যাচ্ছে!"
বাবা: (হাসিমুখে) "Yah ... Cheers my son ..."
ছেলে: (কিছুক্ষণ পর) "বাবা! দেখো, কি সুন্দর পুকুর। পুকুরের উপর ঐ ছোট্ট ছোট্ট পাখিগুলো কোন পাখি, বাবা?"
বাবা: (হাসিমুখে) "ওগুলো মাছরাঙ্গা পাখি।"
ট্রেনে তাদের পাশে এক ভদ্রলোক বসা ছিলো। সে চিন্তা করে পাচ্ছে না যে কিভাবে এই ২৫ বছর বয়স্ক ছেলেটা বাচ্চাদের মতো আচরণ করছে, অল্প কিছু দেখেই আনন্দিত হচ্ছে। কিছুক্ষন পর বৃষ্টি পড়া শুরু করলো এবং বৃষ্টির কিছু ফোটা এসে ছেলেটার হাতের উপর পড়লো।
ছেলে: (খুব খুশি হয়ে) "বাবা! দেখো দেখো ... বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোটা আমার হাতের উপর পড়ছে। "
এমন সময় ভদ্রলোক তার কোতুহুল দমন করতে পারলো না। সে তার ছেলেটার বাবাকে বললো, "আপনার ছেলে বয়স হিসেবে যথেষ্ট ইমম্যাচিউর। তাকে কেন একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যান না। হসপিটালে ডাক্তারদের সাজেশন মতো চললে সে সুস্থ হয়ে যাবে।"
ছেলেটার বাবা উত্তর দিলো, "আমরা হসপিটাল থেকেই বাসা ফিরছি। সে এখন কমপ্লিট সুস্থ। তার চোখের অপারেশন হওয়ার পর আজ সে জীবনে প্রথমবারের মতো দেখতে পারছে।"
আমি omur_mohammad_faruk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 150 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Don't mix between my personality and my attitude because my personality is me and my attitude depends on you.
Solved. Thanks #Arifur_Rahman and #Hiren’s_BootCD 🙂 🙂 🙂
https://www.facebook.com/100000852806090