কেউ কি Symphoni w30 এর custom rom দিতে পারবেন? বা android 2.3 তে 4.3 এর apk file চালানোর নিয়ম?

আমি symphoni w30 ব্যবহার করি এইটাতে android verson 2.3 gingerbread। আমার chipset mt6575। উল্লেখ্য যে এইটাতে power button & volum +- চাপ্লেও recovery আসে না। ভুলভাল rom  SP flash tools দিয়ে দিতে গিয়ে কয়েকবার hard break ও করেছি। পরে mobile servicing দোকানে গিয়ে সারতে হয়েছে।   এইটা তে কি custom rom দেওয়া যাবে?আর android verson 2.3 হওয়ার দরুন আমি অনেক apk file install করতে পারছি না। parsing package error দেখায়। এই অবস্থায় কি করা যায়? এমন কি কোনো উপায় আছে জাতে করে 4.2,4.3 এর verson এর apk file আমার gingerbread এ চালাতে পারবো???

আর  ফোন নষ্ট হওয়ার পর stock rom দেওয়ার পরে দেখা যাচ্ছে যে network আসছে না। invalid imei দেখাচ্ছে। এইটার ও কি কোণো সময়াধান আছে?

এরকম কি কোনো উপায় আছে যার মাদ্ধমে কোনো 4.2,4.3 kitkat বা jellybean এর verson এর apk কে 2.3 তে compile করতে পারবো??

Techtunes এ অনেক বড় বড় android developer আছেন আসা করি সমাধান পাবো। আমার আরো প্রশ্ন আছে এইগুলো হলোঃ

flash tools দিয়ে কি কি কারনে ফোন hard brick করতে পারে। কিভাবে বুঝব যে এই Rom টা আমার ফোনে custom Rom হিসেবে দেওয়া যাবে।

আমি আমার ফোন সম্পর্কে full details দিচ্ছি :

Hardware : mt6575

phone name: symphony explorer w30

build number: v1.00

build date : UTC 20130304-122107

android v: 2.3.6

based band v: MAUI 11AMD.W11.50SP V30 P5 2012/12/19 11:35

Kernel v : 2.6.35.7 (jenkins@sanqisoft54) (gcc version 4.4.3 (GCC)) #1  Mon

Level 0

আমি প্রযুক্তি প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস