শুরু করছি মহান আল্লাহর নামে, আজ আমি প্রথম কোন টিউন করতে যাছি,তাও আবার সাহায্য চেয়ে টিউন। আপনাদের উপকারে আসবে এমন কোন টিউন করতে পারলাম না,সেজন্য আমাকে দয়া করে ক্ষমা করবেন। আমি টেকটিউনস এ টিউনার হয়েছি প্রায় ১১ মাস হল কিন্তু সময়ের অভাবে আর পড়ালেখার ব্যস্ততার কারনে কোন টিউন করা হয়নি। আজকে আমি আপনাদের কাছ একটা সাহায্য চেয়ে টিউন করলাম যারা জানেন তারা দয়া করে সাহায্য করবেন তাহলে হয়ত আপনার এই ছোট ভাইটি কোন এক সমস্যা থেকে মুক্তি পাবে আর কথা না বাড়িয়ে আমি আমার টিউন শুরু করছি,
আমি যখন নতুন কম্পিউটার কিনেছি তখন কম্পিউটারের সকল কিছু ঠিক ঠাক চলছিল। পরে আমি একবার কম্পিউটারে উইন্ডোজ সেটাপ দেয়ার পরেই কিছু সমস্যা শুরু হয়, উইন্ডোজ সেটাপ দেয়ার আগে আমার কম্পিউটারের Wifi এবং Bluetooh কাজ করত But উইন্ডোজ সেটাপ দেয়ার পরে এখন আমি Wifi এর কোন অপশন খুজে পাচ্ছি না আর Bluetooh এর অপশন পাচ্ছি কিন্তু Bluetooh কাজ করছে না। এখন আমি কি করতে পারি টেকটিউনস বাসী ভাইয়েরা দয়া করে আমাকে সাহায্য করুন, আমি এখন বড় বিপদে আছি। যদি কোন কিছু ডাউনলোড করে সমস্যার সমস্যা করতে হয় তাহলে দয়া করে ডাউনলোড লিংক দিলে উপকৃত হব।
বিঃদ্রঃ আমার কম্পিউটারে উইন্ডোজ ৮.১ সেটাপ দেয়া আছে কম্পিউটার কেনার সময় ও উইন্ডোজ ৮.১ ছিল ।
আমি শাকিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।