একটি ওয়েবসাইট বানাতে চাই এবং ডোমেইন-হোস্টিং কিনতে চাই।দয়া করে কেউ সাহায্য করুন।মতন একটি ওয়েবসাইট বানাতে চাই এবং ডোমেইন-হোস্টিং কিনতে চাই।দয়া করে কেউ সাহায্য করুন।

এক্সপ্রেসারস এর মতন একটি ওয়েবসাইট বানাতে চাই।সাইট টি দেখে অনেক ভালো লেগেছে তাই ইচ্ছে হল এরকম একটি সাইট বানানোর। তাই কেউ কি আমাকে একটু ইনফর্মেশন দিতে পারবেন? এই সাইট টি কি দিয়ে তৈরী করা হয়েছে? ওয়ার্ডপ্রেস নাকি জুমলা? এবং কোন কোন প্ল্যাগ-ইন ব্যবহার করা হয়েছে? বা কোন থিম ব্যবহার করা হয়েছে? কেউ যদি আমাকে এই তথ্য গুলো দিতেন তা হলে ভালো হত।

আমি ওয়ার্ডপ্রেস বা জুমলার কাজ কিছু কিছু পারি এই সাইট টি যদি ওয়ার্ডপ্রেস বা জুমলা দিয়ে বানানো হয় তা হলে কেউ যদি আমাকে দয়া করে কোন ত্থিম আর প্ল্যাগ-ইন গুলো ব্যবহার করা হয়েছে সেটা জানাতে পারেন তা হলে খুবই উপকৃত হবে।

অথবা কেউ যদি এরকম সাইট বানিয়ে দিতে পারেন তাও চলবে। প্রয়োজনে পারিশ্রমিক দেওয়া হবে। তা ছাড়া আমি ডোমেইন ও হোস্টিং কিনতে চাই। এই সাইট এর জন্য কত টুকু বা কি কি দরকার হতে পারে একটু বিস্তারিত জানালে উপকৃত হব। এই ইমেইল এ্যাড্রেস এ যোগাযোগ করবেনঃ [email protected]

Level 0

আমি হৃদয় খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা ওয়ার্ডপ্রেস বা জুমলা কোনটাই না। কোন ধরনের ফ্রী স্ক্রীপ্টই না।
পুরোটাই ইন্ডিপেন্ডন্ট, বোধহয় ওদের নিজেদের তৈরী, আর নাহয় খুব ভাল ভাবে কাস্টমাইজ করেছে।
আপনি যদি সোশ্যাল নেটওয়ার্ক বানাতে চান তবে নেট ঘাটলেই অনেক স্ক্রীপ্ট পাবেন।
ওয়ার্ডপ্রেস দিয়েও বানাতে পারবেন, বাডিপ্রেস নামে একটা প্লাগইন আছে ওটা ব্যবহার করে। এটার সাথে থীমও দেয়া থাকে।
আর জুমলা তো সিএসএম। এটা দিয়ে যে কোন কিছুই বানানো সম্ভব।

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.

    এর জন্য প্রথমেই খুব বড় ধরনের হোস্টিং নেয়ার প্রয়োজন নেই। কারণ শুরুতেই আপনি হাজার হাজার ইউজার পাবেন না। শুরু করার জন্য ৫০০ মেগা অনেক জায়গা।
    পরে আস্তে আস্তে ইউজার বাড়লে স্পেসও বাড়িয়ে নিতে পারবেন।
    আরও কিছু জানতে চাইলে আমাকে মেইল করতে পারেন। alamin(@)ibabar.com

    ————————————————–
    Movie, Music, Ebooks, Software all is here.

ভাই, স্প্যামিং না করলে কি আপনার ভাল লাগে না?

ওটা সম্ভবত নিজেরা কোডিং করা । আপনি চাইলে BuddyPress দিয়ে বানাতে পারেন । এটা দেখে নেন http://wp-adm.in/category/buddypress/

এটা তো পুরা Ajax script দিয়ে করা!এই রকম সাইট বানাতে হলে আপনার Ajax script এর উপর ভাল জ্ঞান থাকা লাগবে!