neobux সঙ্ক্রান্ত কিছু বিভ্রান্তিকর পরিস্থিতি এবং এর নিরাময় আবেদন (সাহায্য)

বিঃদ্রঃ টিউনটি পরার আগে টাইটেল টি দেখে নিন। এটি একটি সাহায্য মূলক টিউন।সবার পছন্দ নাও হতে পারে।তবে যারা অভিজ্ঞ, তাদের বিশেষ দৃষ্টি আকর্ষন করছি।

 

[এটি টেকটিউনস এ আমার প্রথম টিউন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো 🙂 ]

topic: neobux.com problems we face everyday from bangladesh.

target:   seeking help from others.  (neobux সঙ্ক্রান্ত সাহায্য চেয়ে টিউন)

 

আস-সালামু-আলাইকুম।

আপনারা অনেকেই neobux PTC site সম্পর্কে অবগত আছেন।এটাকে বলা হয় "father of all PTC site". কয়েকদিন আগে টেকটিউনস এ টিউন দেখেই আগ্রহ প্রকাশ করলাম, এবং গুগল মামার সাহায্যে কিছু রিভিউ দেখে একাউন্টও খুললাম।

টিউন গুলা দেখে অনেক কিছু মিলিয়ে নেওয়ার চেষ্টা করলাম।কিন্তু আমার সাথে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটায় আপনাদের বিরক্ত করতেয় বাধ্য হলাম।

 

আমার ফেস করা কিছু প্রব্লেম, যা আপনাদের সাথে শেয়ার করতে চাই

১) IP problem:

 

Another user using your IP address already
viewed this advertisement in the last 24 hours...

বাংলাদেশের অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারিই মোবাইল অপারেটর এর ইন্টারনেট ব্যবহার করেন, যা আমদের দিয়ে থাকে dynamic IP. (IP that changes frequently)।
এতে করে neobux ব্যবহারকারিরা নিয়মিত সমস্যায় পরছেন।আমিও এর ব্যতিক্রম নই।উপরোক্ত সমস্যা নিয়ে আর অনেক টিউন হয়েছে বিভিন্ন ব্লগ এ, ফোরাম এ। এক বর ভাই তো রিতিমত ইউটিউব টিউটোরিয়াল দিয়ে ছিলেন, আর আমিও সেটি ডাউনলোড করে দেখেছিলাম :)।

কিন্তু কোনো কাযে আসেনি।বলা হয়েছিল, VPN ইউজ করতে। "cocoon mozilla addons"  এর ব্যবহার দেখিয়েছিলেন।

যাই হোক, এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা।আর এই সমস্যার সমাধান না করে কি করে আমার ভাইয়েরা এত বড় বড়     ধন্যাত্মক (positive) টিউন করেন, মাথায় ঢোকে না !!!

২) অন্যান্যঃ

minijobs,offers,bla bla এগুলা বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা জায় না।

আর যারা RR  কিনে ডলারপতি হওয়ার স্বপ্ন দেখছেন এবং দেখাচ্ছেন, তারা তো এটা কখনই বলেন না বা আমরা বুঝিনা, যে, অই RR বা rented refferel (ক্রয়কৃত রেফারেল) গুলাও আমাদের মত মানুষ। তারা রোবট নয়, যে continious কাজ করে যাবে, আর আপনি ওই RR  দিয়ে নিয়মিত আয় করে যাবেন। তাদের ইচ্ছা হলে তারা কাজ করবে,  না হলে করবে না। তাহলে কিভাবে আমি,       "প্রথম ১৪ দিন পর ৩ টি RR কিনুন,;,তারপর ৭ টি হবে,.,এভাবে ৩০০ টি দিয়ে আপনি মাস $$$$ কামাতে পারবেন" এতই সহজ !!!!!

 

 

তো আমার  main point  টা হচ্ছে IP  প্রব্লেম নিয়ে। এর সমাধান অনেকে অনেকভাবে দিয়েছেন। আই পি চেঞ্জার সফটওয়্যার ব্যবহার করে, কেউ  VPN  ব্যবহার করে,আবার কেউ মোজিলা এ্যড-অনস.

বর্তমানে আই পি চেঞ্জ করে এসব সাইট এ ঢুকলে মহা বিপত্তি ঘটার সম্ভাবনা আছে।আর বড় বিপত্তি হল একাউন্ট ব্যান খাওয়া।আর প্রক্সি বা ভি পি এন দিয়ে এ সব সাইট অ্যাক্সেস ই করা যায় না।

আশা করি আপ্নারা আমার বক্তব্যের সারকথা টুকু ধারন করতে পেরেছেন। কষ্ট করে পরার জন্য ধন্যবাদ।আমি আগেই বলেছি, এটি একটি সাহায্যপ্রাপ্তি মূলক টিউন, তাই কেউ টিপস মনে করে পরে,   😳 হবেন না।(দয়া করে)

 

 

 

 

 

 

তবে আমি একটি সাইট পেয়েছি যেখানে  IP নিয়ে প্রব্লেম করে না। অফার ও বেশি।তবে আপনারা এখানেও additional কোনো survey,task পাবেন না। (country গত সমস্যা থাকায়)

এখানে ক্লিক করে কাজ শুরু করতে পারেন। রেফারেল সমৃব্ধ সাইট। কাজে লাগবেই           😉

পরিশেষে, আমি upwork, freelancer, এবং অন্যান্য খাতে কাজ করতে চাই। অনভিজ্ঞতায়, অভিজ্ঞ ভাইদের সাহায্য কামনা করছি।

facebook

facebook page you can like (if you know something about it! if u not,then start learning. its awsome and :evil:)

Level 0

আমি sayef pasha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

guys , someone should find the solve……. plz help me

apner pc te akedhik id choler karoneo hote pare

আমি Neobux এ কাজ করে ৭ দিনে এ পর্যন্ত $14.209 ইনকাম করেছি। আর এটা সম্ভব হয়েছে Mini Jobs করে যা CrowdFlower নামক একটি company এর মাধ্যমে দেওয়া হয়। বর্তমানে 0 Lebel এ আছি তাই কাজের পরিমান অনেক কম। তবে Lebel বাড়লে আরও অনেক কাজ পাব আশা করি। তাই আমার পরামর্শ হচ্ছে CrowdFlower এর Mini Jobs গুলো seriously নিতে হবে। মনে রাখবেন আপনি যে কাজগুলো করবেন সেগুলো IBM, eBay এবং Microsoft এর মতো বিখ্যাত কম্পানিগুলো দিয়ে থাকে। তাই কাজ শুরু করার আগে যথেষ্ট সময় নিয়ে অনুশীলন করবেন এবং সুধুমাত্র try করার জন্য এখানে কোন কাজ করবেন না।
আমার রেফারেল লিঙ্কঃ https://www.neobux.com/?r=activeworker
আমার profile এর screenshot: https://ibb.co/ni1H95

বিঃ দ্রঃ ১ মাস নিয়মিত Ad click করার পর Mini Jobs পাবেন।