কেমন আছেন আপনারা। অবশ্যই ভাল। এইটা আমার প্রথম টিউন। আর এই টিউনেই আপনাদের কাছে সাহায্যে চাচ্ছি। যদি আমার কোনো ভূল হলে ক্ষমা করবেন। আমি প্রায় দুই বছর ধরে টেকটিউনস এর সাথে আছি। কিন্তু টেকটিউনস এ রেজিস্ট্রেশন পদ্ধতি বন্ধ থাকার কারনে আমি এখানকার সদস্য হতে পারি নি।আমি অনেক আগ থেকেই পেপাল খুলে রেখেছি কিন্তু ভেরিফাই করিনি। আমি আজ আমি আমার পেপাল এর ব্যাংক ভেরিফাই করার সময়ে আমি আমার পেওনার এর সব তথ্য দিয়ে সাবমিট করেছি কিন্তু কিছুই হলো না শুধু নিচের লেখা টা আসে।
The safety and security of your bank account information is protected by PayPal. We will never reveal your financial information, and PayPal will notify you by email whenever you initiate a transaction with this bank account.
পেপাল সম্পর্ক আমার কিছু প্রশ্ন
১/আমি আমার আনভেরিফাই পেপাল দিয়ে কী ইন্টারনেট থেকে পেমেন্ট নিতে পারব।
২/ আমি আমার আনভেরিফাই পেপাল এর ডলার কী অন্য সাইটে ইনবেষ্ট করতে পারব।
৩/ আনভেরিফাই পেপালে আমি কী ডলার পাঠাতে এবং গ্রহণ করতে পারব।
আপনাদের সবার কাছে একটা রিকুয়েস্ট আমাকে এইসবের একটা সঠিক সমাধান দেন।আর আমার যদি কোনো ভূল হয় তাহলে সেগুলো ধরিয়ে দেবেন। সবাইকে এই প্রযুক্তির থাকার জন্য অনুরোধ জানিয়ে আমার এই সাহায্য মূলক টিউনটি শেষ করছি। সবাই ভাল থাকবেন শুভ কামনা রইল।
আমি পলাশ বর্মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
কেউ অন্তত সাহায্য করেন