প্রথমেই যারা টিউনটি পঢ়ছেন তাদেরে আমি ধন্যবাদ জানাই কষ্ট করে আমাকে সাহায্য করতে আসার জন্য। আমি একজন ছাত্র এবং আমি ওয়েব ডিজাইন শিখছি। আমি এখন বেশ ভালো ভাবেই HTML ও CSS পারি। কিছু কিছু পিএইচপি ও পারি। আমি wordpress development শিখে এখন বেশ ভালো ভাবে করতে পারি।তাই আমি চাইছি ব্লগার টেমপ্লেট কভাবে ডিজাইন করে তা শিখতে। কিন্তু ইন্টারনেটে ভালো রিসোর্স পাই নি।
তাই আমি চাই যাদের এই ব্যপারে অভিজ্ঞতা আছে তারা যদি বলেন যে তারা কোথা থেকে শিখেছেন এবং আমি কিভাবে শিখতে পারব। কিভাবে শিখা ভালো হবে??
বিশেষ করে যারা এখনও এই কাজ করছেন তারা কস্ট করে অবশ্যই হেল্প করুন।
্যে কয়েকটি বিষয়ে আমি সাজেশন চাই সেগুলো হলঃ
* কিভাবে শিখব ব্লগার টেমপ্লেট ডিজাইন ?? . . .
*কোনটি থেকে শিখলে বেশি ভালো হবে (যদি কয়েকটি link দেন তাহলে). . . .
*HTML/CSS ছাড়াও কোন গুলো শিখতে হতে পারে???? . . .
*ভালো ভিডিও লিঙ্ক (যদি থাকে) . . . . . . . .
আপনারা আমার সাথে যোগাযোগ করে সাজেশন গুলো জানাতে পারেন অথবা টিউনমেন্ট করুন
আআমার সাথে যোগাযোগ
বিদ্রঃ গুগলে সার্চ এর সাজেশন দিবেন ণ। কারণ আমি already search করে আশানুরুপ ফল পাইনি।
আমি চাই যারা সত্যিকার অর্থেই জানেন তারা হেল্প এর জন্য এগিয়ে আসুন। টিউনমেন্ট করুন অথবা ফেসবুকে মেসেজ করুন।
আর যারা সাহায্য করবেন তাদের জন্য রইল আগাম ধন্যবাদ। 🙂
আমি তানভীর হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।