খুব সমস্যায় পড়েছি, সবার কাছে সাহায্য চাইছি

সর্বপ্রথমে টেকটিউনসের সমস্ত ভিজিটর কে আমার পক্ষ থেকে আগাম ঈদ শুভেচ্ছা।

আমার ল্যাপটপে একটা সমস্যা দেখা দিয়েছে কিছুদিন থেকে, আমি আমার মতো চেষ্টা করেও কোনো ভাবে সমাধান করতে পারলাম না, তাই শেষ পর্যন্ত টেকটিউনসের শরণাপন্ন হলাম। সমস্যা টা হচ্ছে আমার ল্যাপটপের ৩.০ USB Port এ কোনো ডিভাইস সংযোগ করতে পারছিনা। মোডেম, পেন ড্রাইভ, USB Keyboard ইত্যাদি ইত্যাদি।

যদি কোনো এক্সপার্ট ভাই আমার সমস্যার কারন ও সমাধানের উপায় বলে দিতেন তাহলে আমি একটা অস্বস্তি থেকে উদ্ধার হতে পারতাম।

বিরক্ত হয়ে গেছে এই সমস্যা নিয়ে আমি

আমার ল্যাপটপে একটা সমস্যা দেখা দিয়েছে কিছুদিন থেকে, আমি আমার মতো চেষ্টা করেও কোনো ভাবে সমাধান করতে পারলাম না, তাই শেষ পর্যন্ত টেকটিউনসের শরণাপন্ন হলাম। সমস্যা টা হচ্ছে আমার ল্যাপটপের ৩.০ USB Port এ কোনো ডিভাইস সংযোগ করতে পারছিনা। মোডেম, পেন ড্রাইভ, USB Keyboard ইত্যাদি ইত্যাদি।

যদি কোনো এক্সপার্ট ভাই আমার সমস্যার কারন ও সমাধানের উপায় বলে দিতেন তাহলে আমি একটা অস্বস্তি থেকে উদ্ধার হতে পারতাম।

বিরক্ত হয়ে গেছে এই সমস্যা নিয়ে আমি

আমার ল্যাপটপে একটা সমস্যা দেখা দিয়েছে কিছুদিন থেকে, আমি আমার মতো চেষ্টা করেও কোনো ভাবে সমাধান করতে পারলাম না, তাই শেষ পর্যন্ত টেকটিউনসের শরণাপন্ন হলাম। সমস্যা টা হচ্ছে আমার ল্যাপটপের ৩.০ USB Port এ কোনো ডিভাইস সংযোগ করতে পারছিনা। মোডেম, পেন ড্রাইভ, USB Keyboard ইত্যাদি ইত্যাদি।

যদি কোনো এক্সপার্ট ভাই আমার সমস্যার কারন ও সমাধানের উপায় বলে দিতেন তাহলে আমি একটা অস্বস্তি থেকে উদ্ধার হতে পারতাম।

বিরক্ত হয়ে গেছে এই সমস্যা নিয়ে আমি

Level 0

আমি ভারতীয় বাঙ্গালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 608 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার ল্যাপটপে সম্ভবত ইউএসবি 3 এর ড্রাইভার টা দেওয়া নাই। ড্রাইভারটা ইন্সটল করেনিন। তাহলেই হবে। ড্রাইভার এর জন্য iobit Driver Booster 2 Free http://www.iobit.com/en/driver-booster.php ইউজ করুন। নইলে ম্যানুয়ালি usb3 ড্রাইভারটি গুগল থেকে সার্চ দিয়ে ইন্সটল করে নিন।

    ধন্যবাদ আপনাকে আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসার জন্য, আমার মাদারবোর্ড এর সিডি থেকে ড্রাইভার টি ইন্সটল করেছি, তবে আপনার পদ্ধতি টি আমি একবার অনুসরন করে দেখছি। আবার ও একবার ধন্যবাদ আপনাকে

বুট মেনুতে গিয়ে দেখুন usb disable করা কিনা।