Amazon থেকে কিভাবে কেনাকাটা করব?

বাংলাদেশ থেকে amazon.com থেকে কিভাবে কেনাকাটা করব। বিশেষ করে কোথা থেকে প্রোডাক্ট ডেলিভারি নিতে হবে। সিকিউরিটি। শিপিং। সকল বিষয়ে জানতে চাই। আশা করছি কেউ সহযোগিতা করবেন। ক্রেডিট কার্ড ব্যবহার কতখানি ঝুঁকি মুক্ত। প্রোডাক্ট ঠিকমত ডেলিভারী পাওয়া যাবে কি না। আমার পরিচিত কেউ নেই যে এই বিষয়ে অভিজ্ঞ। তাই এই প্ল্যাটফর্ম এ সাহায্য চাওয়া। অগ্রীম ধন্যবাদ রইল।

টেকটিউনস এর বিজ্ঞ এডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি।

টিউনের বিষয়বস্তু খুব অল্প (টিউনের বিষয়বস্তু কমপক্ষে 200 শব্দের হতে হবে, টিউনটিতে আছে 45 টি)

টিউনটি প্রকাশিত হয়নি। টিউন প্রকাশের উপরিউক্ত বিষয় গুলো সম্পন্ন করুন। টিউনটি খসড়া হিসেবে সংরক্ষিত হল।

টিউনের বিষয়বস্তু খুব অল্প (টিউনের বিষয়বস্তু কমপক্ষে 200 শব্দের হতে হবে, টিউনটিতে আছে 145 টি)

টিউনটি প্রকাশিত হয়নি। টিউন প্রকাশের উপরিউক্ত বিষয় গুলো সম্পন্ন করুন। টিউনটি খসড়া হিসেবে সংরক্ষিত হল।

সাহয্য জিজ্ঞাসা মূলক টিউন গুলোতে এই বিষয়টা একটু শিথীল করলে হয় না? সাহায্য চাওয়ার বিষয়টাতো ছোটও হতে পারে কিংবা খুব অল্প পরিসরেও বর্ণনা করা যায়। যে সকল টিউনার গণ সাহয্য মূলক টিউন পড়তে আসেন তারা বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। একারণেই হয়তো অনেকের সাহায্য মূলক টিউনে সাহয্য তো দুরে থাক কোন টিউনমেন্টই চোখে পড়েনা।

আশা করছি বিষয়টি বিবেচনায় রাখবেন। ধন্যবাদ।

সকল টিউনার ভাইদের জন্য শুভকামনা রইল।

বিদ্রঃ আমি আসলে লিখালিখি করিনা। লিখতে লিখতে হাঁপিয়ে উঠেছি তবুও 200 শব্দ লিখে কুলিয়ে উঠতে পারছি না।। ত্রুটি মার্জনীয়।

Level 0

আমি আজিব লোক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস