সফটওয়ার এক্সপার্ট ও প্রোগ্রামার ভাইয়ারা সাহায্য করুন।
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। টেকটিউনস এ এটি আমার প্রথম টিউন। তাই ভুল হলে ক্ষমা করবেন।
আমি একটা সফটওয়্যার নিয়ে সমস্যায় পরেছি। কিছুতেই সফটওয়্যারটা রান করতে পারছিনা।
সফটওয়্যারটির নামঃ Zbar Barcode Reader
এই সফটওয়্যার এর মাধ্যমে ওয়েবক্যামকে বারকোড রিডার হিসেবে ব্যবহার করা যায়। সফটওয়্যারটা চালু করা আমার খুব প্রয়োজন। অফিসিয়াল ওয়েবসাইট এ দেয়া নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে না। সফটওয়্যারটি কমান্ড দিয়ে চালু করতে হয়। তারপর নতুন উইন্ডো আসে। সর্বোচ্চ ৬০ সেকেন্ড অপেক্ষা করতে হয়। কিন্তু কমান্ড দিলে Access is denied দেখাচ্ছে। নতুন উইন্ডো আসছে কিন্তু ১২০ সেকেন্ড পার হয়ে গেলেও রিডার উইন্ডো আসছেনা। তারপর একা একাই সফটওয়্যারটি বন্ধ হয়ে যাচ্ছে। কাজ করছে না। খুব চেস্টা করলাম। কিন্তু পারছিনা।
তবে, স্টার্ট মেন্যু থেকে zbar.exe চালু করলে কমান্ড কাজ করছে। ক্যামেরা উইন্ডো আসছে। QR কোড স্ক্যান ও হচ্ছে। কিন্তু টেক্সট শুধু কমান্ড প্রম্পট এ আসছে। এক্সেল এ ইনপুট দেয়া যাচ্ছে না। এটাই হচ্ছে আসল সমস্যা। কারও কাছে সমাধান থাকলে জানাবেন।
আপনারা কেও এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকলে অথবা আমাদের টেকটিউনস পরিবারের প্রোগ্রামার ও সফটওয়্যার এক্সপার্ট ভাইয়ারা আমাকে দয়া করে সাহায্য করবেন। এটি আমার খুব প্রয়োজন।
Zbar Barcode Reader Download Link
Zbar Barcode Reader Official Website
এতক্ষন এত মনোযোগ সহকারে আমার টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমি মেহেদী হাসান শাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।