ওয়ার্ডপ্রেসে পোস্ট লিখার থিম প্লাগইন

আমি ওয়ার্ডপ্রেসে করা ব্লগে ইউজারদের জন্য নিচের ছবির মত প্লাগইনটি ব্যবহার করতে চাই। কিন্তু প্লাগইনটির নাম বের করতে পারছি না।  কে নামটি জেনে থাকলে একটু শেয়ার করেন প্লিজ। ছবিটি ২ টুকরা করে দিলাম।

আর একটি বিষয়। ওয়ার্ডপ্রেসে ইউজারদের জন্য ভাল প্রোফাইল প্লাগইন কোনটি? আমি চাচ্ছি ইউজার তার লিখিত পোস্ট, মন্তুব্য, ফেভারিট পোস্ট, প্রোফাইল ফটো সব তার পেজে দেখতে পারবে।

Level 0

আমি ফারুক বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা আলাদা কোন থীম না। আপনি চাইলে আপনার বর্তমান থীমকেই এরকম সাজিয়ে নিতে পারেন।

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.

উপরে ডানকোনায় দেখুন Screen Option বা এই জাতীয় একটা স্লাইড মেনু আছে। ওটায় ক্লিক করুন। তারপর আশা করি নিজেই বুঝতে পারবেন।
সমস্যা হলে অবশ্যই জানাবেন।

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.

    Screen options-এ থেকে টিকগুলো তুলে দিলে শুধু নিজেরটাতেই হয়। অন্য ইউজারদেরতো হয় না। প্রত্যেককেই আলাদা আলাদা তুলতে হবে। আমি চাই ডিফল্টভাবে করে দিবো যাতে প্রত্যেকেরই আমার পোস্টের ছবির মত হয়।

    কি দরকার আরেকজনের পছন্দের মাঝে বাগড়া দেয়ার। যেমন আমার কিন্তু ডিফল্ট স্টাইলটাই পছন্দ।
    তবে করতে চাইলে মনে হয় কোর ফাইলটা ঘাটতে হবে। কারণ অন্যান্য স্ক্রীপ্টের মত ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডের কোন থীম হয় না।(আমার জানা মতে।)

    ————————————————–
    Movie, Music, Ebooks, Software all is here.

ভাই আমার মনে হয়না আপনি এরকম করতে পারবেন। তবে এর জন্য PHP জানা দরকার হতে পারে। এর জন্য কোনো প্লাগইন মনে হয় নেই।