মিডিয়া ফায়ার ও জিড্ডুতে আপলোড সমস্যা – সাহায্য করার কেউ আছেন???

আমি আগে জিড্ডুতে ফাইল আপলোড করতাম। পরে জিড্ডুতে ফাইল ডাউনলোড করতে বিভিন্ন সমস্যা হয় দেখে মিডিয়া ফায়ারে রেজিস্ট্রেশন করি।

সম্পূর্ণ বলি, প্রথমে যখন জিড্ডুতে ফাইল আপলোড করতে যাই ফায়ারফক্স থেকে, তখন একটু আপলোড হয়ে বন্ধ হয়ে যেত। পরে গবেষণা করে বের করলাম যে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে জিড্ডুতে আপলোড করতে কোন সমস্যা হয় না। আর আমার EI(ইন্টারনেট এক্সপ্লোরার) এর ভার্সন ৬, যা এক্সপির সাথে দেয়া থাকে। পরে আমি EI কে কোন কারণে আপডেট করে দেখি নতুন EI এ ফায়ারফক্সের মত জিড্ডুতে আর আপলোড হয় না। পরে আবার EI 66 অর্থাৎ পুরনো EI এ ফিরে আসতে হল।

পরে জিড্ডুর ডাউনলোড সমস্যা হয় জানতে পেরে মিডিয়া ফায়ারে রেজিস্ট্রেশন করি। এখানে একটা মজার কথা হল কেউ আগে থেকেই আমার ইমেইল দিয়ে সেখানে REG করেছে। মনে হয় আমিই করে ছিলাম তবে এখনও মনে পড়ছে না কখন! পরে ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড ঠিক করে নিলাম। পরে ফায়ারফক্স দিয়ে ফাইল আপলোড করে দেখি এখানেও একই অবস্থা আপলোড হয় না। আবার EI 6 এ চেষ্টা করেও কোন কাজ হল না। মানে আমি কোন ভাবেই মিডিয়া ফায়ারে ফাইল আপলোড করতে পারছি না। আরেকটি কথা অনেক সাইটে আবার ফায়ার ফক্স দিয়ে ফাইল আপলোড করতে পারি। আমার এক বন্ধুর বাসাতেও আমি দেখেছি ফায়ারফক্স দিয়ে ফেসবুক না কোন একটা সাইটে ছবিও আপলোড হচ্ছে না কিন্তু EI 6 দিয়ে ঠিকি আপলোড হচ্ছে। আরেকটা কথা আমি ফ্ল্যাশ আপলোডার এবং ব্রাউজার আপলোডার দুটি দিয়েই চেক করে দেখেছি একই। এখন আমি শুধু জিড্ডুতে ব্রাউজার আপলোডার দিয়ে ফাইল আপলোড করতে পারছি, মিডিয়া ফায়ারে কোন ভাবেই আপলোড করতে পারছি না। আমি EI এর আপডেট ব্যবহার করে মিডিয়া ফায়ার চেক করিনি, আশা করছি হবে না।

অনেক লিখেছি। আমার সমস্যা টিউনের সমান হয়ে গেছে। কিন্তু করার কিছু না দেখে বিস্তারিত লিখলাম। দেখুন কেউ সাহায্য করতে পারেন কিনা। না পারলে আমাকে জিড্ডু নিয়েই পড়ে থাকতে হবে।

বি,দ্রঃ এ সমস্যা পোষ্ট করার আগেও আমি EI 6 দিয়ে জিড্ডুতে ফাইল আপলোড করেছি। অর্থাৎ বলতে চাচ্ছি আমার নেট কানেকশনের কোন সমস্যা নেই।

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছু মনে করবেন না, আগে একটু সর্ট করে বলুন, না বুঝলে পুরাটা পড়বো

    পোষ্টে EI হবে না, হবে IE.
    সমস্যার সারমর্ম হচ্ছে – আমি ফায়ারফক্স এবং ইন্টারনেট এক্সপ্লোরার কোথাও থেকেই মিডিয়া ফায়ারে ফাইল আপলোড করতে পারছি না। এবং ঐচ্ছিক সমস্যা হচ্ছে আমি ফায়ারফক্স থেকে জিড্ডুতে ফাইল আপলোড করতে পারছি না।

    reinstall kore dekhsen? Firefox ta? ki error mare?

    ভাই উইন্ডোজ নতুন করে ইনস্টল করেও দেখেছি But no action or Reaction হচ্ছে।

    তাহলে হতে পারে আপনার নেট এর কনো প্রবলেম। এক কাজ করুন খুব ছোট কনো ফাইল আগে আপলোড করে দেখুন কাজ হয় নাকি। কাজ হলে মনে করবেন নেট এ প্রবলেম। না হলে সাইটে আপাতত প্রবলেম। পরে ঠিক হবে তাও না হলে।
    http://www.4shared.com ইউস করেন আপাতত. আমিও এটা ইউস করি। কাজ করে আরাম আছে। ট্রাই করে দেখুন

    ফায়ারফক্সে প্রব্লেম টা বেশী হয়।শো করেনা কত পার্সেন্ট আপ্লোড হল।কিন্তু আপ্লোড ঠিকেই হয়।আপনি ক্রোম ব্যবহার করে দেখেন।আমি ক্রোম ব্যবহার করে এখন যিদ্দুতে আপ্লোড করি।

Level 0

আপনার নেট কানেকশান সমস্যা আছে
কারন আমি নিয়মিত দুইটাতেই আপলোড করছি
স্পেশালি যিদ্দুতে,
যাই হোক চেষ্টা করেন

হুম… মিডিয়াফায়ারে রেজিস্ট্রেশনের পর একটা লিংক পাঠানোর কথা। সেখান থেকে একাউন্ট ভেরিফাই করতে হয়। আপনি কি করেছিলেন?
যদি না করে থাকেন, তাহলে আবার রেজিস্টার করুন নতুন মেইল দিয়ে। তারপর সবচেয়ে লেটেস্ট ফায়ারফক্স নামিয়ে নিন। Revo Uninstaller (google it) দিয়ে পূর্বের FireFox সম্পূর্ণ রূপে মুছে ফেলুন। এবার রিস্টার্ট দিয়ে লেটেস্ট FireFox ইন্সটল করুন। এতেও না হলে –
Registry Fixer (Tune Up Utillies) ব্যবহার করে রেজিস্ট্রি এরর ফিক্স করুন। তাও যদি না হয়- তবে http://www.techguy.org এ গিয়ে সাহায্য চাইতে পারেন।
সর্বশেষ বলছি, তাও যদি না হয়……তাহলে করার কিছু নেই। নিচের ২ তি ট্রাই করতে পারেনঃ
১। http://www.2shared.com/
২। http://ifile.it/