আমি আগে জিড্ডুতে ফাইল আপলোড করতাম। পরে জিড্ডুতে ফাইল ডাউনলোড করতে বিভিন্ন সমস্যা হয় দেখে মিডিয়া ফায়ারে রেজিস্ট্রেশন করি।
সম্পূর্ণ বলি, প্রথমে যখন জিড্ডুতে ফাইল আপলোড করতে যাই ফায়ারফক্স থেকে, তখন একটু আপলোড হয়ে বন্ধ হয়ে যেত। পরে গবেষণা করে বের করলাম যে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে জিড্ডুতে আপলোড করতে কোন সমস্যা হয় না। আর আমার EI(ইন্টারনেট এক্সপ্লোরার) এর ভার্সন ৬, যা এক্সপির সাথে দেয়া থাকে। পরে আমি EI কে কোন কারণে আপডেট করে দেখি নতুন EI এ ফায়ারফক্সের মত জিড্ডুতে আর আপলোড হয় না। পরে আবার EI 66 অর্থাৎ পুরনো EI এ ফিরে আসতে হল।
পরে জিড্ডুর ডাউনলোড সমস্যা হয় জানতে পেরে মিডিয়া ফায়ারে রেজিস্ট্রেশন করি। এখানে একটা মজার কথা হল কেউ আগে থেকেই আমার ইমেইল দিয়ে সেখানে REG করেছে। মনে হয় আমিই করে ছিলাম তবে এখনও মনে পড়ছে না কখন! পরে ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড ঠিক করে নিলাম। পরে ফায়ারফক্স দিয়ে ফাইল আপলোড করে দেখি এখানেও একই অবস্থা আপলোড হয় না। আবার EI 6 এ চেষ্টা করেও কোন কাজ হল না। মানে আমি কোন ভাবেই মিডিয়া ফায়ারে ফাইল আপলোড করতে পারছি না। আরেকটি কথা অনেক সাইটে আবার ফায়ার ফক্স দিয়ে ফাইল আপলোড করতে পারি। আমার এক বন্ধুর বাসাতেও আমি দেখেছি ফায়ারফক্স দিয়ে ফেসবুক না কোন একটা সাইটে ছবিও আপলোড হচ্ছে না কিন্তু EI 6 দিয়ে ঠিকি আপলোড হচ্ছে। আরেকটা কথা আমি ফ্ল্যাশ আপলোডার এবং ব্রাউজার আপলোডার দুটি দিয়েই চেক করে দেখেছি একই। এখন আমি শুধু জিড্ডুতে ব্রাউজার আপলোডার দিয়ে ফাইল আপলোড করতে পারছি, মিডিয়া ফায়ারে কোন ভাবেই আপলোড করতে পারছি না। আমি EI এর আপডেট ব্যবহার করে মিডিয়া ফায়ার চেক করিনি, আশা করছি হবে না।
অনেক লিখেছি। আমার সমস্যা টিউনের সমান হয়ে গেছে। কিন্তু করার কিছু না দেখে বিস্তারিত লিখলাম। দেখুন কেউ সাহায্য করতে পারেন কিনা। না পারলে আমাকে জিড্ডু নিয়েই পড়ে থাকতে হবে।
বি,দ্রঃ এ সমস্যা পোষ্ট করার আগেও আমি EI 6 দিয়ে জিড্ডুতে ফাইল আপলোড করেছি। অর্থাৎ বলতে চাচ্ছি আমার নেট কানেকশনের কোন সমস্যা নেই।
আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...
কিছু মনে করবেন না, আগে একটু সর্ট করে বলুন, না বুঝলে পুরাটা পড়বো