আমি জুমলা দিয়ে একটা সাইট বানিয়েছি।সাইটটি freehostia তে host করেছি,domain
.cz.cc থেকে নিয়েছি।সমস্যা হলো-সাইটিটে Registration করার পর বলে mail আপনার
email ঠিকানায় পাঠানো হয়েছে।কিন্তু mail যায় না।এমন লিখা আসে। contact পাতাতেও একই রকম হয়।আমি একটা .com domain কিনতে চাই।কিভাবে,কোথায়,কত টাকা লাগবে,কারা দেয় জানালে এবং উপরিউক্ত সমস্যার সমাধান দিলে অনেক উপকৃত হবো।
আমি sayid88। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডোমেইনে সমস্যা না। সমস্যা আপনার হোস্টিংয়ে। ওদের সার্ভারে মেইলিং ফাংশনটা ইন্সটল করা নেই। এজন্য মেইল যায়না। আপনি হোস্টিং পরিবর্তন করলে সমস্যার সমাধান হবে।
আর ডোমেইন বাইরে থেকে নিতে চাইলে আমার পছন্দ Namecheap.com
————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.