জানতে চাই গুগল আডসেন্স এর ভাতিজা সম্পর্কে !!!

যাদের ওয়েবসাইট আছে তারা অবশ্যই এই অ্যাড কোম্পানি সম্পর্কে জানেন। অনেকেই এটা ব্যবহার করেছেন বা করতেছেন। অনেকেই এটা ব্যবহার করে ইনকাম ও শুরু করে দিয়েছেন। আমি তাদেরকেই খুঁজতেছি। তারা একটু সাড়া দেন।
অনেকেই অনেক রকমের অ্যাড কোম্পানি নিয়ে কাজ করেছেন। কেউ গুগল আডসেন্স, কেউ বিটভারটাইজার, কেউ ylix এর অ্যাড, কেউ G&Rইত্যাদি নিয়ে। কিন্তু আজ পর্যন্ত কাউকে পেলাম না যে অ্যাডস্ট্রা নিয়া কাজ করছে।  টেকটিউনস এ সার্চ করে কিছু পাই নি।যেটা পেলাম সেটাও 404 ইরর। গুগল মামু এটা সম্পর্কে যা দেয় সব ইংরেজিতে যা সহজে বোধগম্য নয়। বাংলায় কিছুই পেলাম না। আপনারা চাইলে দেখে আসতে পারেন এই অ্যাড কোম্পানিটাকে লিংক নিচে দেওয়া হয়েছে।
আপনারা অনেকেই হয়তো এই অ্যাড কোম্পানি সম্পর্কে জানেন।

http://www.adsterra.com

এটা একটা অ্যাড কোম্পানি, আডসেন্স এর মত।
পাবলিশার এবং অ্যাডভারটাইজার দুই ভাবেই সাইন আপ করা যায়।
এটা নাকি গুগল আডসেন্স এর ভাতিজা।

এইটা নিয়া কখনও কেউ কাজ করছেন কি ?
কেউ কাজ করে থাকলে এটা সম্পর্কে ডিটেইলস বলবেন কি ?

অনেকেই এই অ্যাড কোম্পানির অ্যাড বসিয়ে দিয়ে প্রচুর ইনকাম করছে।
এটা গুগল আডসেন্স এর মত নাকি।

এই অ্যাড কোম্পানি সম্পর্কে যদি কেউ জেনে থাকেন তাহলে সাহায্য করুন  ?
পেমেন্ট কিভাবে নিতে হয়, কিভাবে অ্যাড বসাতে হয়, এক ক্লিকে এরা কত দেয় ? এগুলা সম্পর্কে কেও জানলে হেল্প করেন ?
adsterra

আমাকে ফেসবুক এ জানাতে পারেন।

আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।

Level 0

আমি মোঃ আবিদ নূরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস এ ড্রাফট থেকে কিভাবে টিউন ডিলিট করব ?

আপনি এই অ্যাড নেটওয়ার্ক নিশ্চিন্তে ব্যাবহার করতে পারেন।।