আমি এমনিতেই ফটোশপে ভিশন অজ্ঞ। ফটোশপের Setting জনিত সমস্যার কারনে uninstall করি। এরপর আবার ইনস্টল দিতে গিয়েই তেরী হয় বিপত্তির। নিচের ছবিটি দেখুন।
Setup has detected that unInstallShield is in use. Please close uninstallShield and restart setup.
Error 432.
নতুন ভাবে ইনস্টল করতে গেলেই এই মেসেজটি দেখাচ্ছে। উত্তরনের উপায় কি?
আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...
সমস্যাটিতে আমিও পপড়েচিলাম কয়েকবার তবে কিভাবে ঠিক করেছিলাম তা মনে নেই। 🙁
আপনি http://www.tomshardware.com/forum/247073-45-install-adobe-photoshop-error লিঙ্কটি দেখতে পারে। হইলেও হইতে পারে আপনার সমস্যার সমাধান। 😀