সুপ্রিয় বন্ধুরা !!!
প্রথমেই আমার ষালাম গ্রহন করবেন আশা করি আপনারা ভালো আছেন আপনারা ভালো থাকেন সেটা আমি চাই কারণ আমি সবসময় ভালোদের পক্ষে। আমি ভালো নেই কারণ আমার সামনে পরিক্ষা ও পবিত্র রমজান মাস দুটো একসাথে পারকেরতে হবে তাই টেনশেনে আছি।
যা হোক কাজের কথায় আসি
এটা আমার দুই নম্বর টিউন। আজকে আপনাদের নিকট আমি সাহায্য চাই।
বেশ বিছু দিন ধরে আমি দুইটা সমস্যাতে ভুগছি।
১। আমি একটা window xp থিম ইনস্টল দিয়েছিলাম তার পর সেটা দিয়ে দেখি আমার পিসিতে start বাটন সহ সব ফাংশন উপরে উঠে গেছে। যা আমার কাছে খুবিই বিরক্তকার মনে হচ্ছে।পরে আমি সেটা রিমুভ করে দেখি রেমুভ হয়েছে কিন্তু start বাটন সহ সব ফাংশন উপরেই আছে।
আমি কিভাবে সেটাপ দেওয়া বাদে এর সমাধান করতে পারি ???
২। বেশ কিছু দিন ধরে আমার পিসিতে internet downlod manager কাজ হচ্ছে না বার বার সিরিয়াল কি দিয়ে এক্টিভ করতে বলছে। নতুন একটা ডাউনলোড করলেও একই সমস্যা এখন আমি কোন কিচু ডাউনলোড করতে পারছি না।
এর সমস্যার সমাধান কি?
আর internet downlod manager এর চেয়ে কি ভালো কোন উউনলোড ম্যানেজার আছে কি?
দয়া করে কেউ আমাকে সমস্যার সমাদান টিউমেন্ট করুন
আমাকে আমার ফেইসবুকে ইনবক্স করুন।
ধন্যবাদ সবাই ভালো থাকবেন
সামনে আমার পরিক্ষা
আমি আপনাদের জন্য দোওয়া করি আপনারও আমার জন্য দোওয়া করবেন।
আমি ফরিদ শাহাবুদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।