প্রতিটি মানুষ সবসময় প্রত্যাশা করে সুন্দর একটি জীবনের। কিন্তু কিছু ভয়ংকর বাধা থামিয়ে দেয় তার জীবনের সকল প্রত্যাশাকে। মিথ্যা মামলা ঠিক এরকম একটি ভয়ংকর বাধা।
আইন হল ভালো নাগরিকদের আত্মরক্ষার একটি উত্তম হাতিয়ার। যে হাতিয়ারে আত্মরক্ষা করা যায়, সেই হাতিয়ার দিয়ে মানুষ হত্যাও করা যায়!!! এক শ্রেণির মানুষ আইনকে নিজেদের স্বার্থে ব্যবহার করে নিরীহ মানুষকে হয়রানি করতে অভ্যস্ত। আইন যেখানে মানুষকে অপরাধের হাত থেকে রক্ষা করার কথা সেখানে আইনকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষকে ঘায়েল করা হয়।
নারী নির্যাতনের মিথ্যা মামলা!!!
পারিবারিক ভুল বোঝাবুঝি, পরকীয়া, বিয়ের আগে অন্যের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় পরস্পরকে পছন্দ না হওয়া ইত্যাদি নিতান্তই পারিবারিক বিষয়গুলো নিয়ে থানায় দেদার মিথ্যা মামলা হয়। প্রেমিকের হাত ধরে নিরুদ্দেশ হওয়া সাবালিকা মহিলার পিতৃপক্ষ থানায় এসে ছেলে পক্ষের চৌদ্দপুরুষের নামে মামলা করতে শুরু করে। এখন অনেকে বলেন নারী নির্যাতন প্রতিরোধ আইনটি মূলত পুরুষ নির্যাতন আইনে পরিণত হয়েছে। প্রত্যেক বিবাহিত পুরুষই সম্ভাব্য নারী নির্যাতন মামলার আসামি। অনেক স্থানে কিছু ** চরিত্রের মেয়েমানুষ রয়েছে যারা পুরুষদের প্যাঁচে ফেলে নারী নির্যাতনের মামলার ভয় দেখিয়ে স্বার্থসিদ্ধি করতে তৎপর। পুলিশের পরিসংখ্যান অনুসারে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন ২০১১ সালে মোট মামলার সংখ্যা দাঁড়ায় ১৯ হাজার ৬৮৩!!!!
প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলা!!!
অনেক সময় দেখা যায় প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রভাবশালী কিছু খারাপ লোক নান রকম মিথ্যা মামলা দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম হল জমি নিয়ে মামলা। সমাজে এক শ্রেণীর মানুষ আছে তাদের আর কোন কাজ নেই এরা মানুষকে হয়রানি করে তাদের লক্ষ্য হাসিল করে। আইন অনুযায়ী, থানায় মামলা হওয়ার আগেই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন তদন্ত কর্মকর্তা। কিন্তু বাস্তবে বেশিভারগ ক্ষেত্রেই এটি মানা হয় না।
আমরা বিশ্বাস করি দেশের ৯০% মানুষ আইন না জনার কারনে কিছু খারাপ লোক দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। আর এইসকল ক্ষতিগ্রস্ত লোকদের আইনি পরামর্শ দিয়ে সহযোগিতা করার লক্ষ্যে আমরা প্রতিস্টা করেছি “বাংলাদেশের আইন কানুন” নামে একটি Facebook পেজ। আমাদের এই পেজ প্রতিস্টার লক্ষ্য দেশের প্রতিটি মানুষকে আইন সম্পর্কে জানানো এবং সকল প্রকার আইনি পরামর্শ দিয়ে তাদের সহযোগিতা করা। এছাড়া আমরা ফোনের মাধ্যমে সাধারণ মানুষদের আইনি পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকি। আমাদের ফোন নম্বরঃ 0171-4543232
ধন্যবাদান্তে- “বাংলাদেশের আইন কানুন "
আমি itearn.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I like to learn about SEO. My website http://itearn.com Mobile: 01677125666 https://www.facebook.com/profile.php?id=100002204476591