বিদেশের মোডেম দেশে নিয়ে কিভাবে একটিভ করব?


মিশরীয় মোবাইল মডেম

আমি মিশরে ইন্টারনেট ব্যবহার করি মোবাইলের মডেম দিয়ে। আমি চাই এখানকার মডেম দেশে নিয়ে গিয়ে দেশের সিম ঢুকিয়ে নেট ব্যবহার করব।

শুনছি দেশে নিয়ে গিয়ে নাকি এটাতে দেশীয় কোড ভাঙ্গতে হয়। আপনারা কেউ জানেন কি? আমি দেশে গিয়ে সেখানকার সিম ঢুকিয়ে নেট ব্যবহার করতে চাইলে আমার কি কি করা লাগবে? এতে শুধু সিম ঢুকালে তো হবে না মনে হয়।

আরেকটি কথা হল আমি ব্যাপকভাবে ব্লগে ঢুকে থাকি। যেমন- সোনার বাংলাদেশ ব্লগ ও অন্যান্য ব্লগ। দেশের জিপি নেটের ১ গিগাবাইট নেট কি আমার জন্য যথেষ্ঠ হবে?

Level 0

আমি ইসমাইল এ কে বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আশা করি যাবে । না যাওয়ার কথা না। যেমন ঠিকমত কনফিগারেশন করতে পারলে যাবে।

    কিন্তু, কনফিগারেশন কিভাবে সেট করে সেটা আমার জানা নেই।

Level 0

আমার ও মনে হয় সমস্যা হবে না । আপনার মিসরের সিম কি GMS না CDMA সেটা তো জানালেন না ।

    “GMS না CDMA” এটা বুঝলাম না। সিম আমাদের দেশের মতই। আমার জানার দরকার যে, কিভাবে আমি সেটিং চেঞ্জ করব?

bhai amader deshe ki modem banano hoy naki? shob e to bairer desher tai na? nirvoye use korte parben any kind of modem in BD. ar 1gb hobe na apnar 3gb nite paren 375tk grameen phone . unlimited (5gb) 1000tk porbe
thanks.
BD te agey ashen pore ami bole dibo kivabe modem active korte hobe.

    ধন্যবাদ ভাই। আপনার কাছ থেকে নতুন তথ্য পেলাম। আমি মনে করতাম বাংলাদেশে গ্রামীনফোন কোম্পানী ১ জিবি নেট দেয় ৩৪৫ টাকায়। কিন্তু, এখন আপনার কাছ থেকে ৩ জিবিতে ৩৭৫ টাকা নেয় জানতে পেরে খুশি হয়েছি। তাহলে, আশা করি ছাত্র হলেও নেট ইউজ করা নিয়ে আর চিন্তা থাকবে না ইনশাল্লাহ।

    আমি এক জায়গায় নিচের এই লেখাটা পেলাম। এভাবে সেটিং করলে কি কাজ হবে?

    “মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software হতে
    Tools > Options > Profile Management
    Select করুন ।

    Profile Create করতে ডান পাশের প্যানেল হতে New Select করুন ।

    Profile Name : Profile Name : GP-INTERNET type করুন।
    APN Static Select করে internet লিখুন।
    Access Number : *99***1# লিখুন।
    OK করে মেনু হতে বাহির হন।

    এটা দিয়ে হবে কিনা আমি নিশ্চিত নই।

আমি যতদূর জানি , মডেম আনলক করতে আপনার যে টাকা খরচ হবে সে টাকার চেয়ে আরও কম দামে আপনি একটা মডেম বাংলাদেশ থেকে কিনতে পারবেন । আর তখন আপনাকে এত রকম সমস্যাও ফেস করতে হবে না এবং মডেম আনলক নিয়ে চিন্তা করতে হবে না ।
আর যদি আপনি শুধুমাত্ত্র কনফার্ম হতে চান যে মডেম আনলক করা যাবে কিনা তাহলে বলছি শুনেন , বিদেশী মডেম আনলক করা যায় তবে সব মডেম না, কিছু কিছু মডেম আনলক করা যায় । এ ক্ষেত্ত্রে জানতে হবে আপনার মডেম এর সকল ইনফরমেশন । আপনি যেহেতু কিছুই দেন নি , সেহেতু আমি কিছু বলতে পারলাম না , যে আপনার মডেম আনলক হওয়ার সম্ভাবনা কতটুকু । তা ছাড়া মিশরের মডেম কোন সফটওয়্যার দিয়ে ফিক্সড করা হয় তা আমার জানা নেই ।

এবার আসি নেট ব্যবহারের ক্ষেত্ত্রে । আপনি যদি রেগুলার নেট ব্যবহারকারী হয়ে থাকেন , তাহলে ১ জিবি নেট দিয়ে আপনি ১৫ থেকে ২০ দিন সর্বোচ্চ চলতে পারবেন । আর যদি ইউটিউব এ গান দেখা বা নাটক দেখা বা ছবি দেখার শখ থাকে তাহলে আপনি মডেম ইউজ এর কথা ভুলে গিয়ে ব্রডব্যান্ড নিয়ে ভাবেন । কম খরচে আনলিমিটেড ইন্টারনেট , যত ইচ্ছা ডাউনলোড এবং সাইট ব্রাউজ করুন কোন সমস্যা নেই ।

আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন যে, আমি আপনাকে পরোক্ষভাবে মডেম ব্যবহার এবং আনলক এর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে বলছি । যদি ও মানুষ পারেনা এমন কাজ কমই আছে ……………………………….মডেম আনলক করা তো সেখানে কিছুই না ………..আপনাকে শুধু সঠিক জায়গাটা খুজে বের করতে হবে যে কারা মডেম আনলক করে , কারন আপনি নিজে তা করতে পারবেন না , সে আপনি যত ভালো কম্পিউটার ইউজার ই হউন না কেন…………..যদি এ কাজে অভিজ্ঞতা না থাকে…………………….

ধন্যবাদ…………

    ভাই, ধন্যবাদ কমেন্টের জন্য। তবে, কিছুটা আইডিয়া দিলে আমি কাজটা করতে পারব ইনশাল্লাহ। আমার এই টুকু আত্ম বিশ্বাস আছে। আর ইউটিউব ইত্যাদি থেকে ভিডিও দেখার বেশী শখ নেই। লেখালেখি করার শখ বেশী। এ জন্য ব্লগে কিছুটা সময় দিয়ে থাকি। আপনার বৃহৎ কমেন্টের জন্য আবারো ধন্যবাদ।

    Level New

    khoroch hobena…aami kore dibo

ভাইজান যেহেতু আপনার মোডেম এর নাম এবং আই, এম, ই , আই নাম্বার এবং মডেল নং এসব কিছুই জানি না সেহেতু আপনাকে কোনো পরামর্শ দেওয়া আর স্বর্দির জন্য জ্বর এর ঔষধ দেওয়া একই ব্যপার হবে । তারপরও একটি পদ্ধতি ব্যখ্যা করলাম । দেখেন কোনো লাভ হয় কিনা ।

Using another mobile network SIM.

If your device is registered to one (1) network, remove the SIM and insert another mobile network’s SIM (2) to you device. Run your USB Modem’s Dashboard / Software and a small window will appear prompting you to enter the unlock code. So, enter the correct unlock code and your modem is unlocked.

(Note: Most of the time, you dashboard will not prompt you that your device is unlocked, nonetheless, your device/USB modem is indeed unlocked and it is already OPENLINE.)

b. Using Nextgen’s Huawei Modem Code Tool
Nextgen’s Huawei Modem Code tool makes it easy to enter the unlock code into your Huawei Modem (download from their support section) Download Huawei Modem Unlock Code Tool
Run the application
Scan for Huawei dongle
Enter unlock code
Then click send code.
You may now enjoy you USB Modem to work with any SIM.
c. Using HUAWEI MODEM Code Writer by Sagmaster

Download the software from the link below. Plug in your USB modem then run “HUAWEI MODEM Code Writer.exe” it should detect your modem. Now click the Unlock Modem button and enter the unlock code you received.

http://rapidshare.com/files/381666323/HUAWEI_MODEM_Code_Writer.rar