আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমি মহান আল্লাহ্ তা'আলার অশেষ রহমতে ভাল আছি। টেকটিউন কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে লক্ষ মানুষের মাজে নিজেকে প্রকাশ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।
আজ আমি কোন টিউন করিনি। শুধু আপনাদের কাছে সাহায্য চাইছি। যদি আপনারা কেও এই সম্পর্কে জানেন তাহলে আমাকে একটু সাহায্য কবেন। আমি সদ্য ২৭ তম রাউন্ড ভাইভা প্রাথী। আগামীকাল ১৪ তারিখ আমার ইন্টারভিউ আছে। টেক-টিউন মত এত বড় বাংলা ব্লগ আর বাংলাদেশে নাই। যেখানে প্রযুক্তির তথ্য ছরাছরি। তাই আপনাদের কাছে সাহায্য চাচ্ছি।
এই স্কলারশিপ ভবিষ্যৎ কি ?
আর বর্তমান এর কি রকম চাহিদা আছে ?
বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রী স্কলারশিপ তার পর আবার প্রতি মাসে মাসে ২০০০ টাকা।সকল পরীক্ষার সনদ রেখে দেয়। শুধু বিসিএস ভাইভার জন্য দেয়। অনেক রকম নিয়ম কানুন। এ সব তথ্য মানুষের মাধ্যমে জানা। কতটুকু আসল জানিনা। আর অনার্স শেষ করে এই পথে যাওয়া ঠিক কিনা জানিনা। অনেক দিন ধরে টেক-টিউন এর কাছে এ ব্যপারে টিউন করবো বলে চিন্তা করছিলাম বলে আজ করে ফেলাম। ভুল হলে ক্ষমা করবেন।
IDB-BISEW আইটি বৃত্তির সুযোগ-সুবিধা:
১। ১,০০০০০ - ২,০০০০০ লক্ষ টাকা সমপরিমানের আইটি প্রশিক্ষন।
২। ৫০,০০০ হাজার টাকা সমপরিমানের ভেন্ডর সার্টিফিকেশন।
৩। ২০০০ হাজার টাকা হারে মাসিক ভাতা।
যে সকল বিষয়ের উপর ডিপ্লোমা করা যাবে:
1. Architectural & Civil CAD
2. Computer Assisted Animation
3. Database Design & Development - Oracle
4. Enterprise System Analysis and Design - c#.Net
5. Enterprise System Analysis and Design - VB.Net
6. Enterprise System Analysis and Design - J2EE
7. Networking Technologies
8. Web Presence Solution & Implementation
সবগুলো কোর্স ১০ মাস থেকে ১ বছর ব্যাপি।
দয়া করে আমাকে একটু সাহায্য করবেন টিউমেন্টস করে।
আমি মোনারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।