টিভি কার্ডের ব্যাপারে আমাকে কেউ হেল্প করুন !!!

আসসালামু আলাইকুম,আমি অনেকদিন থেকেই টেকটিউন এর নিয়মিত পাঠক। টেকটিউন থেকে আমি অনেক কিছু জেনেছি, আমার অনেক সমস্যার সমাধান পেয়েছি এই টেকটিউন থেকে। তাই টেকটিউন কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটি একটি সাহায্য বিষয়ক টিউন। আশা করছি বরাবরের মতই আপনাদের সাহায্য পাব ইন-শা-আল্লাহ। আমার YISHUN টিভি কার্ডটি মাঝে মাঝে চলে আবার চলে না। ইনস্টল করলে নিম্নলিখিত সমস্যার সামনে পরতে হয়।আপনাদের বুঝার জন্য স্কীনসর্ট দিলাম।কোপা আমেরিকা ফুটবল দেখতে সাহায্য করুন।আমি এক্সপি সার্ভিস প্যাক ৩ ব্যবহার করি।আমার মনটা ই খারাপ হয়ে গেল।অনেকবার ইনস্টল ও আন ইন্সটল করেছি এব্ং কম্পিউটার রিস্টার্ট দিয়েছি কিন্তু বারে বারে একই ম্যাসাজ দিচ্ছে।

০১।ইনস্টল করে পিসি রিস্টার্ট দিয়ে টিভি কার্ড রান করলে এই ম্যাসেজ দেখায়।

 

০২। এইটা আমার টিভি কার্ড

০৩।ডিভাইস ম্যানেজার এ গিয়ে সফটওয়্যার আপডেট দিলে এই ম্যাসেজ দেখায়। অনলাইন ও অফলাইন দু অবস্থায় ই দেখায়।

 

 

প্লিছ কেউ এড়িয়ে যাবেন না। সাহায্য করুন।

আমাকে কেউ হেল্প করুন !!!     আমাকে কেউ হেল্প করুন !!!    আমাকে কেউ হেল্প করুন !!!   আমাকে কেউ হেল্প করুন !!!

আমাকে কেউ হেল্প করুন !!!     আমাকে কেউ হেল্প করুন !!!    আমাকে কেউ হেল্প করুন !!!   আমাকে কেউ হেল্প করুন !!!

আমাকে কেউ হেল্প করুন !!!     আমাকে কেউ হেল্প করুন !!!    আমাকে কেউ হেল্প করুন !!!   আমাকে কেউ হেল্প করুন !!!

আমাকে বিপদ ও টেনসন থেকে রক্ষা করুন অভিজ্ঞ ভাইয়েরা। আপনাদের ভরসায় অপেক্ষ‍ায় রহিলাম। আবার ও সকলকে শুভেচ্ছা।

 

 

 

 

Level 0

আমি ALI AKBAR। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে সাফল্যের জন্য সবচেয়ে জরুরী বিষয় কোনোটি ?অনেকে মনে করেন সাফল্যের মূল রহস্য ভাগ্য, কেউ মনে করেন সাফল্যের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম , কেউ বা মনে করেন কাজের প্রতি ভালোবাসা বা মানসিক শক্তি কেউ মনে করেন জ্ঞান বা বিদ্যা ই হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি যখন ইনস্টল করবেন প্রথম নেকস্ট করার পর আর একটা ডাইলক বকস আসবে সেখানে ২ টা অপসান থাকবে। একটা হলো ডুনট ইনস্টল ডাইভার আর একটা হলো ইনস্টল উইত ডাইভার আপনি ইনস্টল উইত ডাইভার দিয়ে নেকষ্ট করেবন তাইেল ওকে। না হলে জানাবেন।

ভাই TV Home media 3 ekto somossa kore apni TV Home Media 2 instrol den hoia jabe….