আসসালামু আলাইকুম।
টেকটিউন পরিবারের সবাইকে অনেক শুভেচ্ছা। আমি অনেকদিন থেকেই টেকটিউন এর নিয়মিত পাঠক। টেকটিউন থেকে আমি অনেক কিছু জেনেছি, আমার অনেক সমস্যার সমাধান পেয়েছি এই টেকটিউন থেকে। তাই টেকটিউন কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এটি একটি সাহায্য বিষয়ক টিউন। আশা করছি বরাবরের মতই আপনাদের সাহায্য পাব ইন-শা-আল্লাহ।
আমি একটি দোকান খুলতে যাচ্ছি (ফটোকপি-স্ক্যানিং-প্রিন্ট-ইমেইল etc.) আমার অভিজ্ঞতা সীমিত। তাই কিছু জিনিস ক্রয় করার ব্যাপারে আপনাদের অভিজ্ঞদের হেল্প চাচ্ছি।
১. ফটোকপি মেশিন কি ডিজিটালগুলো কিনবো নাকি পুরাণ মডেলের গুলো কিনব। কেউ বলে ডিজিটাল ভালো, আবার কেউ বলে এনালগ গুলোই ভালো। তাই একটু সন্ধিহান এ ব্যাপারে।
২. প্রিন্টার কোন মডেলের কিনলে ভালো হবে। ছবি প্রিন্ট করা যাবে এবং দীর্ঘ দিন ব্যবহার করা যাবে এমন। অনেককে বলতে শুনেছি কিছু প্রিন্টারে ছবি প্রিনট করা গেলেও কিছুদিন পরে নাকি ভালো সার্ভিস আর দেয় না।
৩. আর ছবি প্রিন্ট সুবিধা বাদ দিয়ে কোনটা কিনলে ভালো হবে যেটাতে ভালো মানের কালার প্রিন্ট করা যাবে।
৪. স্ক্যানার কি রকম কিনলে ভালো হবে।
সর্বপরি ব্যবসার জন্য ভালো হবে এমন মতামত দিলে ভালো হয়।
আরেকটি কথা, আমার দোকানের জন্য (ফটোকপি-স্ক্যানিং-প্রিন্ট-ইমেইল etc.) একটি নাম যদি সাজেস্ট করতেন তাহলে অনেক খুশি হব। আমি একটি নাম পছন্দ করেছি, এ বি সি ডিজিটাল। এই নামটা কেমন হবে?
টেকটিউন পরিবারের সবাইকে অগ্রিম ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।
আমি আবুবকর সেলিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফটোকপির জন্য বর্তমানে ডিজিটাল মেশিন ভালো কিন্তু এইসব মেশিন নষ্ট হলে সারাতে খরচ বেশী হয়। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রিন্টার , স্ক্যানার আছে দামের উপর নির্ভর করবে সুবিধা