আসসালামু আলাইকুম
আজকে কয়েকদিন ধরে আমি একটি সমস্যার সম্মুখিন হচ্ছি এক্সপার্ট প্যানেলের নিকট এর সমাধান চাচ্ছি
সমস্যাটি হল আমার কম্পিউটারে ইনস্টলকৃত/পোর্টেবল ২রকমেরই ইলিস্ট্রেরট সি এস ৫ এ বাংলা লেখতে গেলে একটু সমস্যা হয়।
আর তা হল আমি ল ও ল যুক্ত করে ল্ল তৈরি করতে পারিনা।
অর্থাত্ উল্লেখ বা উল্লাস লেখলে তা হয়ে যায় উলেখ বা উলাস।
এই কারণে আল্লাহ, সাল্লাল্লাহু, ওয়াসাল্লাম এইসব শব্দও ঠিকমত লিখতে পারছি না।
কিন্তু লেখার পর লেখাটা কপি করে আমি যদি এমএস ওয়ার্ডে পেস্ট করি সেক্ষেত্রে ঠিকই উল্লেখ বা উল্লাস হয়। কিন্তু ইলিষ্ট্রেটর সিএস ৫ এ হয় না।
এর একটি সমাধান চাই।
বিঃ দ্রঃ ফেসবুকে টেকটিউনসের গ্রুপে কয়েকবার বিষয়টি জানিয়েছি।
কিন্তু কোন সাড়া পাইনি। তাই এখানে টিউন করলাম।
আশা করি সমাধান পাব।
আজকে কয়েকদিন ধরে আমি একটি সমস্যার সম্মুখিন হচ্ছি এক্সপার্ট প্যানেলের নিকট এর সমাধান চাচ্ছি
সমস্যাটি হল আমার কম্পিউটারে ইনস্টলকৃত/পোর্টেবল ২রকমেরই ইলিস্ট্রেরট সি এস ৫ এ বাংলা লেখতে গেলে একটু সমস্যা হয়।
আর তা হল আমি ল ও ল যুক্ত করে ল্ল তৈরি করতে পারিনা।
অর্থাত্ উল্লেখ বা উল্লাস লেখলে তা হয়ে যায় উলেখ বা উলাস।
এই কারণে আল্লাহ, সাল্লাল্লাহু, ওয়াসাল্লাম এইসব শব্দও ঠিকমত লিখতে পারছি না।
কিন্তু লেখার পর লেখাটা কপি করে আমি যদি এমএস ওয়ার্ডে পেস্ট করি সেক্ষেত্রে ঠিকই উল্লেখ বা উল্লাস হয়। কিন্তু ইলিষ্ট্রেটর সিএস ৫ এ হয় না।
এর একটি সমাধান চাই।
বিঃ দ্রঃ ফেসবুকে টেকটিউনসের গ্রুপে কয়েকবার বিষয়টি জানিয়েছি।
কিন্তু কোন সাড়া পাইনি। তাই এখানে টিউন করলাম।
আশা করি সমাধান পাব।
আমি হাসান মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
open illustrator,then go to EDIT—-PREFERENCES———TYPE——–LANGUAGE OPTION and choose SHOW INDIC OPTIONS……..click ok……then restart illustrator