আমি Payza Account খুলতে চাচ্ছি। কিন্তু সেখানে ID ভেরিফাই করার জন্য আমাকে আমার ভোটার আইডি এবং Bank Statement আপলোড করার কথা বলা হয়েছে। কিন্তু আমি Bank Statement এর ব্যপারটা ঠিক বুঝতে পারছি না।
আমার Prime bank -এ Account আছে। আমি কিভাবে আমার Bank Statement পাবো। আর এই Statement পেতে হলে আমাকে কি কি করতে হবে?
২০০ টা ওয়র্ড এই টিউন - কোন দরকার নাই। তাই বুঝছি না আর কি লিখবো।
যদি কেও ফেসবুকে আমাকে জানাতে চান তাহলে
http://www.facebook.com/naowas.morshed এই আইডি তে যোগাযোগ করেন।
আমি নেওয়াজ মোর্শেদ ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@ নেওয়াজ মোর্শেদ ইমন thank you for Sharing your Problrm? আমি একজন পেজা ভেরিফাইড একাঊন্ট হোল্ডার। আপনি কোন চিন্তা করবেন না । আপনার কাছে কি ব্যাঙ্কে টাকা জমা দেয়ার বা উত্তোলনের রশিদ আচ্ছে যদি থাকে তাহলে এক কপি স্ক্যান করে পেজা তে আপলোড করেন তাহলেই হবে । আর যদি আপনার ব্যাঙ্ক থেকে কোন কার্ড নিয়ে থাকেন তাহলে এটিএম থেকে রশিদ প্রিন্ট করে আপলোড করে ২ থেকে ৩ দিন লুঙ্গি ড্যান্স দিন তার পর আপনার পেজা একাউন্ট এ ঢুকে দেখেন যে আপনার পারসোনাল আকাউন্ট ভেরিফাইড । আর যদি সমস্যা হয় ফেইস বূকে যোগাযোগ করেন আমার সাথে http://facebook.com/sprodhan.in