জানতে চাই বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা ‘টিকটিউনস’ ব্লগ সম্পর্কে

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

টেকটিউন পরিবারের সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।আমি ও আপনাদের দোয়ায় ভাল আছি। টিকটিউনস এর সাথে আমার পরিচয় অনেক আগে থেকেই। আর এই টেকটিউনস এর পথ ধরেই আলহামদুলিল্লাহ্ আমি অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি। আমার মনে হয় না  টিকটিউনস ব্লগটি যদি না থাকত তাহলে এত কিছু জানতে পারতাম। সব সময় টিকটিউনসের পাশে থকার চেষ্টা করি প্রতিদিন একবার করে হলেও। আমার অনেক সমস্যার সমাধান পেয়েছি এই টেকটিউনস থেকেই। তাই টেকটিউনস কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

টেকটিউনস সম্পর্কে কিছু তথ্য জানার জন্য আজেকর এই লেখা। হঠাৎ একদিন মনে প্রশ্ন জাগে, এই ব্লগ থেকে এত কিছু শিখি কিন্তু এই ব্লগটি কে প্রতিষ্ঠা করেন ? তাই আর না জেনে থাকতে পারলাম না। অবশেষে জানার জন্য আজই লিখতে বসলাম। যদি কেউ জানেন তাহলে দয়া করে আমাকে এবং যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দিয়েন।

যাই হোক প্রশ্নগুলো করার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে জানি না এই রকম প্রশ্ন নিয়া হেল্প চাওয়া ঠিক হবে কিনা।

জানতে চাই বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা 'টিকটিউনস' ব্লগ সম্পর্কে।

  • 'টিকটিউনস' ব্লগটি কে প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা ব্যক্তি সম্পর্কে জানতে চাই ?
  • 'টিকটিউনস' ব্লগটি কত সালে প্রতিষ্ঠা করেন ?
  • 'টিকটিউনস' ব্লগটি কিভাবে এত জনপ্রিয়তা লাভ করে ?

আশা করি উপরের সবগুলো প্রশ্নের উত্তর পাব, ইন-শা-আল্লাহ।

সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।

Level 1

আমি আলআমিন চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I am doing BSc in Software Engineering, China.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার প্রথম প্রশ্ন – টিকটিউনস’ ব্লগটি কে প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা ব্যক্তি সম্পর্কে জানতে চাই ? এই প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না।তবে কিছু উত্তর আপনি টেকটিউন্স এর ফেচবুক ফেজে পাবেন।
আপনার দ্বিতিয় প্রশ্ন-টিকটিউনস’ ব্লগটি কত সালে প্রতিষ্ঠা করেন ? প্রশ্নের উত্তর-ব্লগটি February 21, 2008 এ প্রতিষ্ঠিত হয়।এবং কোন এক সমসার কারনে প্রথম ভার্সটি টি এপ্রিল এর ৯ তারিখ ২০১২ সালে হ্যাকড হয় এবং বর্তমানে ২য় ভার্সন চলতেসে।
আপনার ৩য় প্রশ্ন- টিকটিউনস’ ব্লগটি কিভাবে এত জনপ্রিয়তা লাভ করে ?
এটার উত্তর হল একটাই সেটা হল পরিশ্রম আর নিয়মানুবর্তিতা।যেটা আপনি টেকটিউন্স এর টার্মস দেখলেই বুজবেন।

টিতির প্রতিষ্ঠাতা হলেন MD Mehidi hasan Vai…..

তথ্যগুলো জেনে খুব ই ভাল লাগল