সুপ্রিয় টেকটিউনস, আস্সালামু আলাইকুম...
আমি অনেকদিন যাবৎ টেকটিউনসের সাথে আছি এবং অনেক কিছুই শিখেছি.. তাই টেকটিউনসের প্রতি আমি অসীম কৃতজ্ঞ... অনেকদিন পর অনেক প্রতীক্ষার পর শেষ পর্যন্ত আমি টেকটিউনসে রেজিস্ট্রেশন করতে পারলাম যাতে আমিও সবাইকে ভাল কিছু উপহার দিতে পারি.. কিন্তু, তা অবশ্যই টেকটিউনসের নীতিমালা অমান্য করে নয়... কিন্তু, ভুল করে যদি আমি নিয়ম-নীতি ভঙ্গ করে থাকি তাইলে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্তী.. আমি যারা অনেক চেষ্টার পরও online থেকে earn করতে পারছেন না তাদের help করার চেষ্টা করছি এবং করেছি, সে আমার referral এ join করুক বা না করুক.. আমি সম্ভবত টেকটিউনস নীতিমালা ১.১৮ ভঙ্গ করেছি... কিন্তু, সেটা কিভাবে তা বুঝতে পারছি নাহ... কারণ, আমি টিউনে সরাসরি কোন referral share করি নাই... তবে, referral সংক্রান্ত কিছু লিখা লিখেছিলাম... ঐটাই যদি ভুল হয় এবং সেটা যদি বুঝিয়ে দেন তাইলে আগামীবার থেকে সতর্ক থাকব... আর ভালভাবে বোঝার জন্য youtube tutorial link দিয়েছিলাম, এটা নিশ্চয় নীতিমালা ভঙ্গ করে না... এ ছাড়া যদি অন্য কোন ভুল করে থাকি তাইলেও জানাবেন... এবং ঐ লিখাটা মুছে দিলে টিউনটা করতে পারব কিনা সেটা একটু বলবেন .... সবকিছু বোঝার পর অবশ্য আর কোন ভুল হবে না, এটা আমার ওয়াদা... নীতিমালা ভঙ্গ করে আমি অনেক অনুতপ্ত.. কারণ, আমি নিজে এইসব অনিয়ম পছন্দ করি না।।।
Please, Help me to post Quality tunes to help other peoples...
ধন্যবাদ
আমি মুনিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।