আমি আমার এক পুরনো সমস্যায় পরেছি । আমার পিসির তুলনায় র্যাম কম মাত্র ১ জিবি । তারপরেও আমার AVG internet security অত্যন্ত ভাল লাগার কারনে ব্যবহার করে আসছি । কিন্তু আমার পিসি যেন ১ মাস পরপর ফরম্যাট দেয়া ছাড়া যেন চলতেই চায়না । আমি উইন্ডোজ ৭ ব্যবহার করি । এমন কোন সফটওয়্যার বা প্রোগ্রাম দেয়া যাবে যার ফলে আমি আমার পিসিকে সঠিক র্যাম এ চালাতে পারবে আর আমাকে রান অপশনে গিয়ে temp, prefetch, %temp, recent এগুলো ডিলিট করতে হবেনা...। সব অটোম্যাটিক হবে ।
দয়া করে এসকল সমস্যার সমাধান দিন ।
আমি অর্ণব ফাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 244 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.piriform.com/ccleaner/download
টেম্প, রিসেন্ট কাটতে ইচ্ছে থাকলে এই সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন।
এবার আসি উইন্ডোজ ৭ নিয়ে। আমি যতটুকু জানি উইন্ডোজ ৭ সহজে নষ্ট হবার নয়। তারপরেও যদি সমস্যা করে, [যেহেতু আপনার রেম ১ গিগাবাইট] আপনি উইন্ডোজ এক্স.পি. ব্যবহার করেন। যদি এক্স.পি. ব্যবহার করেন তবে আপনাকে কিছু টিপস্ দিতে পারি যাতে করে এন্টিভাইরাস ছাড়াও আপনি পিসি ব্যবহার করতে পারবেন। যেমনটা আমি দ্বীর্ঘ ২ বছর কাটিয়ে দিলাম বিনা এন্টিভাইরাসে। তারপরেও পিসিতে কোন সমস্যা নাই। ভালই চলছে।
টিপস্: প্যান ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরী কার্ড এমনকি সিডি/ ডিভিডি ক্যাসেট ব্যবহারের সময় “মাই কম্পিউটার” রাইট বাটনে ক্লিক করে এক্সপ্লোর করে খোলে তারপরে কাঙ্খিত ফোল্ডারটি খোলোন। এইভাবে এক্সপ্লোর এর মাধ্যমে অস্থায়ী এপ্লিকেশন গুলা খোলোন। আশা করি ভাইরাস কেন… তার চাচাত, মামাত, ফুফাত ভাই ও আসবেনা।
আর হ্যাঁ অটোমেটিক রিসেন্ট ও টেম্প কাটারে জন্যে সি-ক্লিনার সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। কজে আসবে।
-আস সালামু আলাইকুম
usb disk security.