ব্লগ এ catagorry দিতে পারছি না! আর মেনু ও Add করতে পারছি না….Please help me….

সবাই কে প্রথমে সালাম.

আমি একটা ব্লগ খূলেছি, কিন্তু দুখের  বিষয় হল আমি  এটাতে আমার post এর catagorry

করতে পারছি না.  অথবা নতুন মেনু ও বানাতে পারছি না যেমন মোবাইল ভিত্তিক post

গুলা এক মেনু তে. আবার computer ভিত্তিক post গুলা এক মেনতে. please আমাকে

আপনারা help  করেন..........

আমার site: http://oveislam.blogspot.com/

Level New

আমি অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অাপনি যখন কোন পোস্ট লিখবেন নিচে ডানদিকে খেয়াল করুন labels নামে একটা textbox অাছে।ওটাতে অাপনার category এর নাম দেন।একাধিক catagory হলে একাটার পর একটা কমা দিয়ে catagory এর নাম লিখুন।

    Level New

    কিন্তু তাতে ত home page এ catagory show করে না. tnx for coments

    কাউছার ভাই যেভাবে বল্ল সেভাবে ক্যাটাগরি বানিয়ে নিন।আমার মনে হয় আপনার ব্লগে লেবেল গেজেট এড করতে হবে।লে আউটস এ গিয়ে যে কলামে ক্যাটাগরি শো করাতে চান সেই কলামে এড এ গেজেট ক্লিক করে লেবেল বা ক্যাটাগরি নামক গেজেট টি এড করলেই হয়ে যাবে দেখেন ট্রাই ক্রে।

অাপনাকে labels নামক widget টা hompage এ add করতে হবে।

Level New

ভাই label নাম এ নাই but “”Label Sphere” এই নাম আসে. animated

    http://www.blogger.com এ লগিন করুন। তারপর ড্যাসবোর্ড থেকে Design এ যান। Add a Gadget এ ক্লিক করলে একটা পেইজ ওপেন হবে। ওইখানে নিচে নামলে দেখতে পাবেন Labels নাম লেখা আছে। Labels এ ক্লিক করলে অথবা তার পাশে + চিহ্নতে ক্লিক করে আপনার পছন্দ মত লিস্ট করে অথবা সব একসাথে সেভ করে সাইটে দেখতে পাবেন।

    আর ব্লগে পোস্ট পাবলিস করার সময় নিচে লেবেলস বা ক্যাটাগরি দিয়ে দিবেন। 😀

ঝামেলা মনে হলে ওয়ার্ডপ্রেসে মুভ করতে পারেন। http://ibabar.com এ দেখতে পারেন। আশা করি যথাসাধ্য সাহায্য করতে পারব।

Comments are closed.