আমি সম্প্রতি উইন্ডোজ কে টা টা বাই বাই জানিয়ে উবুন্তু ১০.০৪ এ নোঙ্গর ফেলেছি। সবকিছু ঠিক ছিলো যতদিন একটা ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করতাম। কিন্তু সুখ কি আর কপালে সয়?? কি আর করা ভাইয়ার কাছ থেকে গ্রামিনের মডেম টা নিয়ে এসেছি। সমস্যা হল এখন আর কনফিগার করতে পারছি না। অভিজ্ঞরা একটু আওয়াজ দিবেন প্লিজ। অনেক অনেক কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।
আমি makripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://forum.linux.org.bd/viewtopic.php?f=25&t=1521 এই লিঙ্কের অভ্রনীল ভাইয়ের usb-modeswitch ওয়লা পোস্টটা পড়ুন। আর লিনাক্সে কোনো সমস্যা হলে লিনাক্স ফোরামে নিবন্ধন করে নিন এবং সেখানে পোস্ট করুন।