আমার কম্পিউটারের কয়েকটি ফোল্ডার ওপেন হচ্ছে না। ওপেন করতে গেলে নিম্নের ছবির
মত দেখায়।
আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই আমি কিন্তু কোন পাসওয়ার্ড দিয়ে ফোল্ডার বা কোন ফাইল লক করিনি।
এখন আমার প্রশ্ন হল :
১) কি কারণে এটি হয়েছে বা হতে পারে এবং
২) এর সমাধান কি ?ফোল্ডারগুলো আমি কিভাবে খুলব।
আরেকটি প্রশ্ন হল আমি যদি কারো টিউনে মন্তব্য করি তাহলে সেখানে কি ছবি দেয়া যাবে। যদি দেয়া যায় তাহলে পদ্ধতি কি ....
জানালে খুশি হব।
আমি উৎসুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://support.microsoft.com/kb/176646
http://support.microsoft.com/kb/246026
উপরের সাইট গুলো দেখতে পারেন। ইংরেজী বেশী জানি না তো তাই তর্জমা করতে পারলাম না।