আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আমি টেকটিউনস এর সাথে প্রায় অনেক দিন যাবৎ যুক্ত আছি। তবে একাউন্ট খুলকো এটা কোন দিন ভাবিনি। যেই একাউন্ট খুলতে যাব আর সেই দিনই দেখী একাউন্ট বন্ধ মানে একাউন্ট খোলা যাবে না। যাই হোক নিরাশ হয়েও পরে একাউন্ট খোলা হল।
আমি কৃতজ্ঞ সেই ভাইদের কাছে যারা ব্লগ এবং ওয়েক সাইট নিয়ে লেখালেখি করে তাদের প্রতি কেননা তাদের লেখা থেকেই আমি আমার নিজের নামে একটি ব্লগ খুলি এবং আপ-ওয়ার্ক এ একটি একাউন্ট। যার মূল ফলাফল টেকটিউনস এবং প্রফেসনাল টিউনার ভাইদের। আমি আপনাদের কাছে আর একটি সাহায্য চাই। সেটা হলো ব্লগে লেখার প
র লেখাগুলো অনেক বড় আকারে আসে যেটা আমি অনেক ব্লগে দেখেছি তাদের ক্ষেত্রে রিডিং বা মোর আসে। যেটা আমার বেলায় আসে না। আমাকে একটু সাহায্য করুন প্লিজ। আমি আমার ব্লগ এর ঠিকানাটা দিয়ে দিছি। আপনারা দেখলে বুঝতে পারবেন।
আমি আমার ব্লগটি বিগত 1 সপ্তাহ যাবৎ শুরু করেছি যা এক্ষেত্রে আমি কি গুগল এ্যাডসেন্স এর জন্য আবেদন করতে পারবো কি না? যদি পারি তা কত দিন অপেক্ষা করতে হবে? এবং আমি একটা জিমেইল আইডি দিয়ে কয়টা ব্লগ চালাতে পারবো। আপনারা আমাকে উত্তর দিয়ে আমার বড়ই উপকার হবে।
http://bestearnstage.blogspot.com/
বিঃদ্রঃ টেকটিউনসে এর নিয়ম ভঙ্গ করার জন্য আমার এই টিউন করার না। যদি ভঙ্গ হয়ে যায় তবে আমার একাউন্ট দয়া করে স্থগিত করবেন না। আমার তথ্যগুলো জানা খুবই দরকার।
আমি আব্দুল হাকিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai apni ei tune ta kotha theke koresen…kichu mone korben na..plz aktu bolien..