আমাদের একটি বড় মুদি দোকান আছে। দোকানে প্রতিদিন অনেক লেনদেন হয়। আমি চাই আমাদের দোকানের প্রতিটি জিনিসের একটি কোড থাকবে এবং প্রতিদিনের দাম বাজার মূল্য অনুসারে আপডেট করতে। সেই কোড এবং দাম ব্যবহার করে কম্পিউটারে সফটওয়্যার বা অন্য কোন উপায়ে হিসাবের মাধ্যমে ক্রেতাদের সঠিক হিসাব দিতে যাতে করে কোন ভুল না হয় এবং প্রতিদিনের লেনদেনের ফলাফলের ভিত্তিতে মাস শেষে আমার নীট লাভ বের করতে। আমি মনে করে টেকটিউনস এ যারা বিশেষজ্ঞ আছেন তারা আমাকে এ ব্যাপারে যথাযথ পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করবেন।
এজন্য আমাকে কি কোন সফটওয়্যার বানাতে হবে নাকি অন্য কোন উপায় আছে।
আমাকে বিস্তারিত বললে বড়ই উপকৃত হব। এই প্রত্যাশায় রইলাম।
আমার ই-মেইল এড্রেস হল: [email protected]
সকল টিউনারের প্রতি রইল আন্তরিক ভালবাসা।
আমি উৎসুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apne soft develop ar kaj paren? kivabe banaben?
anyways…. MS Excel diye kaj chalate paren. soft banate chaile amar shathe jogajog koren. pudina_pataa@yahoo