দোকানের জন্য সফটওয়্যার বা অন্যকোন উপায় চাই

আমাদের একটি বড় মুদি দোকান আছে। দোকানে প্রতিদিন অনেক লেনদেন হয়। আমি চাই আমাদের দোকানের প্রতিটি জিনিসের একটি কোড থাকবে এবং প্রতিদিনের দাম বাজার মূল্য অনুসারে আপডেট করতে। সেই কোড এবং দাম ব্যবহার করে কম্পিউটারে সফটওয়্যার বা অন্য কোন উপায়ে হিসাবের মাধ্যমে ক্রেতাদের সঠিক হিসাব দিতে যাতে করে কোন ভুল না হয় এবং প্রতিদিনের লেনদেনের ফলাফলের ভিত্তিতে মাস শেষে আমার নীট লাভ বের করতে। আমি মনে করে টেকটিউনস এ যারা বিশেষজ্ঞ আছেন তারা আমাকে এ ব্যাপারে যথাযথ পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করবেন।

এজন্য আমাকে কি কোন সফটওয়্যার বানাতে হবে নাকি অন্য কোন উপায় আছে।

আমাকে বিস্তারিত বললে বড়ই উপকৃত হব। এই প্রত্যাশায় রইলাম।

আমার ই-মেইল এড্রেস হল: [email protected]

সকল টিউনারের প্রতি রইল আন্তরিক ভালবাসা।

কোন ধরনের ভুল হলে ক্ষমাপ্রার্থী।

Level 0

আমি উৎসুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apne soft develop ar kaj paren? kivabe banaben?
anyways…. MS Excel diye kaj chalate paren. soft banate chaile amar shathe jogajog koren. pudina_pataa@yahoo

    MS Excel diye দিয়ে কিভাবে করব যদি একটু বিস্তারিত বলেন কিংবা পদ্ধতিটা সময় করে মেইলে পাঠান তাহলে বড়ই উপকার হয়। অনেক আশা নিয়ে সাহায্য চেয়েছি আশা করি হতাশ হব না। অপেক্ষায় রইলাম।
    আমার মেইল এড্রেস হল: [email protected]
    আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই তাহল আমি আমার প্রোফাইলের বেকগ্রাউন্ডে আমার ছবি দিতে চাই কিভাবে দিব

    আপনি কিভাবে আপনার বেকগ্রাইন্ডের ছবি পরিবর্তন করেছেন একটু কি বলবেন

    আপনি কিভাবে আপনার বেকগ্রাউন্ডের ছবি পরিবর্তন করেছেন একটু কি বলবেন

    প্রোফাইলে ছবি এড করার জন্য http://www.gravatar.com এড্রেসে গিয়ে আপনার ইমেইল ঠিকানার জন্য একটি ছবি সেট করে নিন। তাহলেই এই ব্লগে অথবা যেকোন ওয়ার্ডপ্রেস ব্লগে আপনার সেই ছবিটি দেখা যাবে।

MS Excel diye দিয়ে কিভাবে করব যদি একটু বিস্তারিত বলেন কিংবা পদ্ধতিটা সময় করে মেইলে পাঠান তাহলে বড়ই উপকার হয়। অনেক আশা নিয়ে সাহায্য চেয়েছি আশা করি হতাশ হব না। অপেক্ষায় রইলাম।
আমার মেইল এড্রেস হল: [email protected]

    apne ki tuk tak kaj paren? tuk tak na parle MS access or MS excel ar kaj parben na to bhaiya.

Excel এর সামান্যকিছু যদি জানা না থাকে তাহলে কি ভাবে করবেন । আর এক্সেল হলো এর সহজ সমাধান। আমার দোকাণের হিসাব আমি এক্সেল দিয়েই করি। খুবেই ভালো লাগে।

    Excel এর কাজ টুকটাক পারি। কিন্তু ওয়ার্ডের কাজ পুরাটাই পারি। ওয়ার্ড কি আমাকে এক্ষেত্রে কোন সাহায্য করতে পারে।

    Level 0

    হিসাব নিকাশের জন্য এক্সেলের বিকল্প নেই
    আমার মতে পারফেক্ট হবে আপনি এক্সেল ব্যবহার শুরু করে দিন,
    সমস্যায় পড়লে আমরাত আছিই

আপনারা আছেন বিধায় আমি সাহায্য চেয়েছি। এ সাইটে ঢুকলে আমার মনে হয় আমি কম্পিউটারের উপর কোর্স করছি।

Level 0

Best upay holo software. Eirokom akta software nite chaile call me at 01912556656 (free na)