আমার অনেক শখের আইডি খানা হটাত করে ফটো ভেরিফিকেশন হইছে। অনেক চেষ্টা করেও থিক করতে পারলাম না। তাই টেকটিউন এ এক্সপার্ট ভাই-বোনদের কাছে সাহায্য চাই। টেকটিউন এ এক ভাইয়ের একটি পোস্ট দেখলাম যেখানে তিনি জাপান আইপি দিয়ে কিভাবে ফেসবুক ফটো ভেরিফিকেশন সমস্যা সমাধান করা যায় তা বলা আছে। কিন্তু জাপান আইপি দিয়ে যখন আমি আমার ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুক এ লগইন করি তখন বলে যে "We didn't recognise your phone number."। কিন্তু জাপান আইপি ছাড়া লগইন করলে লগইন হয়। জাপান আইপি দিয়ে করলে উপরের লেখাটুকু আসে। এখন আমি কিভাবে ঠিক করবো জাপান আইপি দিয়ে???? আমার ফেসবুক আইডি তে কোন ইমেইল অ্যাড করিনি। শুদু ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আগে লগইন করতাম। আমি ফায়ারফক্স ব্রাউজার এবং TunnelBear vpn বেবহার করে চেষ্টা করেছি কিন্তু সফল হয়নি। জতবার চেষ্টা করেছি ততবার "We didn't recognise your phone number." লেখা তা আসে। জাপান আইপি দিয়ে এখন কিভাবে ঠিক করবো আইডি টা? আইডি তে আমার একটা পেজ আছে। ঠিক করতে না পারলে পেজ টা হারাতে হবে। যদি কোন ভাই আমাক সাহায্য করেন তবে অনেক কৃতজ্ঞ থাকব। আমি এর আগে কখন টেকটিউন এ সাহায্য চাইনি। এতাই আমার প্রথম সাহায্যের টিউন। Help Please Please Please.
সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই সাহায্য করবেন।
Thanks
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।