আমি দীর্ঘদিন যাবত আমার পেপাল একাউন্ট ব্যবহার করছি। কিছুদিন আগে হঠাৎ করে আমার একাউন্ট লিমিট হয়ে যায়।
আমার একাউন্ট পেওনার ফ্রী আমেরিকার ভার্চুয়াল ব্যাংক একাউন্ট ব্যবহার করে এবং অনলাইন ফেক এড্রেস ব্যবহার করে করেছিলাম।
এই একাউন্ট সর্বদা আমার পিসি থেকে এবং গ্রামীনফোন ইন্টারনেট ব্যবহার করে ব্যবহার করতাম।
প্রায় ৭-৮ মাস ব্যবহার করেছি কোন রকম ঝামেলা ছাড়া। পেওনার কার্ড দিয়ে ভ্যারিফাইড ছিল।
এখন কি কোন প্রকারে আমার একাউন্ট এর লিমিট রিমোভ করা সম্ভব?
Restriction details message showing every-time i log in. Check out message below:
We recently reviewed your account, and we need more information about your business to allow us to provide uninterrupted service. Until we can collect this information, your access to sensitive account features will be limited. We would like to restore your access as soon as possible. We apologize for the inconvenience.
Why is my account access limited?
Your account access has been limited for the following reason(s):
(Your case ID for this reason is PP-003-781-551-957.)
লিমিটেশন এর লিংক এ ক্লিক করলে নিচের মত কিছু ইনফরমেশন ওয়ান্টেড বক্স আসে। দয়া করে কেউ সাহায্য করেন প্লিজ। অনেক উপকার হবে। কিছু পেমেন্ট আটকা পরে আছে একাউন্ট এর জন্য।
আমি Md Shariful Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার পেপল একাউন্টের মাধ্যমে আমার ICICI BANK থেকে কিছুদিন আগে webs.com চালাকি করে আমার পারমিশন ছাড়া প্রায় ২০০ ডলারের কাছাকাছি তুলে নেয়।
এরপর আমি আমার ICICI BANK এর সাথে ফোনে বিস্তারিত জানাই ও পরামর্শ নিই, এরপর পেপলে বিস্তারিত জানিয়ে ওদের পরামর্শ মত ওদের সাইটের বিভিন্ন অপশানে সমস্যাটা লিখে রেজিস্টার করি, এরপর webs.com সরাসরি এ কমপ্লেন করি ও দ্রুত আমার টাকা ফেরত দিতে বলি, এরপর ওরা আমার আর পেপলের সাড়াসি চাপে পরে ভুল স্বীকার করে আমার পুরো টাকা ফেরত দেয়।
তাই বলছি আপনার সমস্যা আপনি নিজে মেটান সময় নস্ট না করে।