আমি কিছুতেই আমার ওয়াল্টন প্রিমো gf2 ফোনটা চার পাচ মাস হল কিনেছি। দুই একটা সমস্যা ছাড়া ফোনটা ভালোই সারভিস দিচ্ছে বলা যায়। ফোনটা অ্যানড্রয়েড কিটক্যাট ভারশন এর। যদিও ডাটা কেবল দিয়ে পিসিতে কানেক্ট করলে আগে পিসির ফাইল এক্সপ্লোরার এ 'primo gf2' নামে একটা ড্রাইভার শো করতো। কিন্তু এখন আর এই ড্রাইভারটা দেখাচ্ছে না। তার পরিবরতে 'removal disk' হিশেবে একটা ড্রাইভার শো করছে । কিন্তু সেটা ওপেন হচ্ছে না। এজন্য আমি ডাটা কেবল দিয়ে ফোনে কিছু দিতেও পারছি না আবার ফোন থেকে কিছু পিসিতেও নিতে পারছি না। এর সমাধান কি?
নাহ ... তারপরও তো ২০০ শব্দ হয় না 😡 । এইবার তাহলে অন্য প্রসঙ্গে যাই 😆
স্মার্টফোনের পর এবার ল্যাপটপও বাজারে আনল গুগল। সংস্থাটি দাবি করেছে, বাজারে যত সস্তা ল্যাপটপ পাওয়া যায়, ক্রোমবুক শুধু প্রযুক্তির দিক থেকেই নয়, দামের দিক থেকেও রীতিমতো টেক্কা দেবে। OEM জোলো এবং নিক্সিয়নের সঙ্গে মিলে এই ল্যাপটপ তৈরি করেছে গুগল।
তবে এখন শুধু ভারতের বাজারে ই-কমার্স সাইট স্ন্যাপডিল এবং আমাজনেই মিলবে এই ল্যাপটপ। আগামীতে অন্যান্য বাজারে পাওয়া যাবে। আপাতত ২টি মডেলে পাওয়া যাচ্ছে— ক্রোমবুক ইউনিটস এবং ক্রোমবুক ফ্লিপ।
সোমবার ভারতের সংবাদ মাধ্যম টেকক্রুঞ্জের এক খবরে জানানো হয়েছে, এ দুই মডেলে রয়েছে ১১.৬ ইঞ্চি TFT ডিসপ্লে। রেজোলিউশন প্রথমটিতে ১৩৬৬x৪৬৮ এবং দ্বিতীয়টিতে ১৩৬৬x৭৬৮ পিক্সেল। ১.৮ গিগাহার্জ A17 রকচিপ কোয়াডকোর প্রসেসর, ২ জিবি DDR3 র্যা ম, ইনবিল্ড মেমোরি ১৬ ডিবি। তার মধ্যে প্রায় ৯ জিবি ব্যবহার করা যাবে। একটা SD কার্ড স্লট রয়েছে, ২টি ইউএসবি এবং ১টি HDMI পোর্ট রয়েছে। স্ক্রিনের ওপর ভিডিও চ্যাটের জন্য ১ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ইনবিল্ড ব্লু-টুথও (4.0) রয়েছে। 4200mAH ব্যাটারি দেওয়ার জন্য ব্যাকআপ টাইমও ভালো। প্রায় ৮-১০ ঘণ্টা। গুগল ক্রোমের লেটেস্ট ভার্শনের অপারেটিং সিস্টেম প্রিলোডেড রয়েছে।
সব মিলিয়ে এর দাম ধরা হয়েছে ২১২ ডলার থেকে ২২০ ডলারের মধ্যে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ হাজার টাকা বা তার কাছাকাছি।
আমি SH ShazaL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
studying at buet