DV লটারি সম্পর্কে সাহায্য চাই

আমি আজ ডিবি সফলভাবে পাঠিয়েছি। আমাকে তারা যে আইডি দিয়েছিল তা সেভ করার আগে কারেন্ট চলে গেছে। এই আইডি ছাড়া তো আমি যদি ডিবি লটারি পাই তাহলে দেখতে পারবো না। আমার আইডি পাবার কোন পথ থাকলে বলবেন। আমি কনপারমেশন লেটারটি কপি করে এম এস ওয়ার্ডে নতুন ডকুমেন্ট পেস্ট করেছি কিন্তু সেইভ করতে পারি ন।

Level 0

আমি হেরার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মন চায় আকাশে উড়তে। কিন্তু ডানা তো নেই............................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

i want to know it too brother

Level 0

ভাইজান নতুন করে আবার D V পূরণ করেন ।

আর যদি না হয় তাহলে ব্রাউসার এর HISTORY তে থাকবে সেখান থেকে Print ও ID পেতে পারেন।

আর এইটা MS WORD থেকে PRINT দিবেন না কারন সে ওইখানে Acceptable না।

প্রয়োজনে Save page as করে Save করে রাখতে পারেন।

আমি জানি যে একবার কনফারমশেন লেটার এসে গেলে আবার পাঠানো যায় না। যদি কেহ পেরন করে তাহলে ঐ ব্যাক্তি আর কখনোই পাঠাতে পারবে না। আর আপনি বলছেন যে, ব্রাউসার এর HISTORY তে গিয়ে দেখেছি। তবে সেটা মজিলা হলে হত ইন্টারনেট এক্সপ্লোরার হওয়াতে তা আর সন্ভব নয়।