আমি আজ ডিবি সফলভাবে পাঠিয়েছি। আমাকে তারা যে আইডি দিয়েছিল তা সেভ করার আগে কারেন্ট চলে গেছে। এই আইডি ছাড়া তো আমি যদি ডিবি লটারি পাই তাহলে দেখতে পারবো না। আমার আইডি পাবার কোন পথ থাকলে বলবেন। আমি কনপারমেশন লেটারটি কপি করে এম এস ওয়ার্ডে নতুন ডকুমেন্ট পেস্ট করেছি কিন্তু সেইভ করতে পারি ন।
আমি হেরার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মন চায় আকাশে উড়তে। কিন্তু ডানা তো নেই............................
i want to know it too brother