ওয়েব ডোমেইন হোস্টিং কেনার বিষয়ে হেল্প চাই ! (দালালরা দুরে থাকেন)

আসসালামুয়ালাইকুম!

কেমন আছেন সবাই ? আমি মাজিদুল ইমন । আমি একটি .com.bd ডোমেইন কিনতে চাই । হোস্টিং ও নিব । কিন্তু কাদের কাছ থেকে কিনব , তা বুঝে উঠতে পারছি না । সবাই বলে তাদের সার্ভিসই সেরা । আমি এ ব্যাপারে খুবই নতুন । তাই অবিজ্ঞদের সাহায্য আন্তরিকভাবে আশা করছি ।  কোন ভুল হলে ক্ষমা করবেন।

Level 0

আমি মাজিদুল হাসান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডোমেইন হোস্টিং এর ব্যাপারে আমার সামান্য অভিজ্ঞতা থেকে বলছি,- কোনো হোস্টিং কোম্পানির মাধ্যমে বাংলাদেশী ডোমেইন রেজিঃ .COM.BD করাবেন না। এটা খুবই গুরুত্বপুর। এই ডোমেইন এর জন্য সরকার কোনো কন্ট্রোল প্যানেল দেয় না। শুধুমাত্র একটা রশিদ দেয়। আপনি যদি কোনো হোস্টিং কোম্পানির মাধ্যমে এই ডোমেইন কিনেন- তবে নির্ঘাত বিপদে পরবেন। আপনার নিজের নামে ও ঠিকানায় এই ডোমেইন অবশ্যিই রেজিঃ করবেন। ঢাকায় এসে অফিস থেকে নিজে রশিদ বুঝে নিবেন। এটাই আপনার ডোমেইন এর কন্ট্রোল প্যানেল।
এক বছরের ও বেশি সময় ধরে “গ্রীন হোস্টিং” এর হোস্টিং সেবা আমি নিজে গ্রহন করে আসছি। চোখ বন্ধ করে আপনার ডোমেইন এখানে হোস্ট করতে পারবেন। এরা বেশ প্রফেশনাল… নিজের কাজ বুঝে ও খুব ভালো সার্ভিস দেয়। আশা করি, আপনিও তাদের কাছ থেকে ভালো সার্ভিস পাবেন। তাদের সেলস নাম্বার ০১৮৪০৩৩৭৯৬৯ এই নাম্বারে যোগাযোগ করুন। ওরা আপনাকে সাহায্য করবে।

    Level 0

    @নেট পাগলা: ধন্যবাদ ভাই। গ্রীন হোস্টিং- বাংলাদেশে কোয়ালিটি হোস্টিং সাপোর্ট প্রোভাইড করে। আমাদের হেল্প লাইন ২৪ ঘন্টা খোলা থাকে। আমাদের প্যাকেজগুলো দেখতে নিচের ওয়েবসাইট ভিজিট করুন।
    http://greenseotools.com

আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন । আমরা আপনাকে প্রথমেই আমাদের হোস্টিং টাকা দিয়ে ক্রয় করে ব্যবহার করার জন্য উৎসাহ প্রদান করি না । এ জন্য আমরা আপনাকে দিচ্ছি ৫০০ মেগাবাইট ফ্রি হোস্টিং (৩ মাস) । যেন আপনারা আমাদের হোস্টিং এবং সেবার এর মান যাচাই করতে পারেন । আমাদের হোস্টিং এবং সেবা মান সম্মত হলেই কেবল আমাদের সার্ভিস ব্যবহার করবেন । তাই, আমরা বলি প্রথমে আমাদের হোস্টিং এর মান যাচাই করে দেখুন পরে না হয় ক্রয় করে ব্যবহার করবেন ।
বিস্তারিতঃ http://www.wppratidin.com/mymensinghsource-hosting-offer/

ধন্যবাদ।
তবে অামার অভিজ্ঞতার দিক হতে এবং পরিচিতজনদের রিভিউ অনুযায়ী hostmight.com এবং hostclation.com ভাল সার্ভিস প্রদান করছে। এবং তাদের কাষ্টমার রিভিউ অনেক ভাল, তারা কাষ্টমারদের পূর্ণ ডোমেইন প্যানেল দেয়।

    @ফেরী ওয়ালা: সহমত। আমিও অনেকগুলো কোম্পানীর সার্ভিস ব্যবহার করেছি। কিন্তু সবগুলোর মান ভাল পাইনি। অযথা কথার ফুলঝুরি বেশী। তবে hostmight.com এবং hostclation.com সার্ভিস যতদিন ব্যবহার করেছি, ফলাফল অনেক ইতিবাচক পেয়েছি।

“গ্রীন হোস্টিং”- থেকে নিশ্চিন্তে ডোমেইন হোস্টিং নিতে পারেন। আমি নিজেই অনেকগুলো হোস্টিং কোম্পানি থেকে ওয়েবসাইট হোস্ট করেছি। হোস্টমাইট এর মুল সমস্যা – তারা দরকারের সময় ফোন করলে, ফোন ধরে না। কম বেশি হোস্টক্লেশন এর একই সমস্যা। তবে মাস চারেক হলো গ্রীন হোস্টিং ব্যবহার করছি। তাদের কাস্টোমার সাপোর্ট দারুন।

    @আমি শান্ত: কে বললো রে ভাই! হ্যা একটু সমস্যা হতেই পারে। তবে আমি হোস্ট মাইটকে যতদিন কল দিয়েছি তাদের সাপোর্ট ভাল পেয়েছি। সত্যিকার কথা বলতে কি কিছুদিন পূর্বে আমি গ্রীন হোস্টিং হতে একটি প্যাকেজ নিয়েছিলাম। কিন্তু তাদের যথাযথ সময়ে ফোন না ধরা এবং সাপোর্ট টিকিটে বিরক্তি হবার কারনে হোস্টিং পরিবর্তন করতে হয়। দেখা যেত ২/৩ দিন পরে গ্রীন হোস্টিং রিপ্লাই দিত। অপরদিকে সাইট পপুলারিটি এবং গ্রাহক রিভিউয়ের দিক হতে হোস্ট মাইট ও হোস্ট ক্লায়েশন অনেক এগিয়ে। হ্যা একটি কথা বলা যায় গ্রীন হোস্টিং এর প্যাকেজ সাশ্রয়ী! কিন্তু তাদের সার্ভার কিন্তু অত ফাস্ট নই। আসলে দাম কম রেখে অত দামী সার্ভার দেয়া কোন কোম্পানীর সম্ভব নই। দেখা যাচ্ছে কাজের হতে কথার ফুলঝুরি অনেক বেশী। কিছুদিন গ্রীন হোস্টিং এর অনেকেই স্পন্সরড ব্যতিত টিটিতে স্ক্যাম পোস্ট করত এবং টিটি তা ব্লক করে দিয়েছিল। যদিও বর্তমানে তা সচল আছে। যাইহোক দেশের সেরা হোস্টিং হল ইকরা, স্টার হোস্ট বিডি, হোস্ট মাইট, হোস্ট পেয়ার ও হোস্ট ক্লেশন। কোথায় শেখ সাদী, কোথায় বকরীর গাধী! পরিশেষে টিউমেন্টের জন্য ধন্যবাদ।

      Level 0

      ধন্যবাদ সবাইকে!

      @আসলাম মামুন: আমাদের কাস্টোমার ডাটাবেস চেক করলাম **মামুন, আসলাম মামুন, mamun, aslam mamun** এই নাম গুলো দিয়ে। খুঁজে দেখলাম- আপনার অভিযোগের কোনো সত্যতা আছে কিনা।
      > আসলাম মামুন – নামে আমাদের কোনো কাস্টোমার নেই।
      > মামুন – নামে আমাদের প্রায় ১৩ জন কাস্টোমার আছে। তাদের সবাই আমাদের একটিভ কাস্টোমার। মামুন নামে কোনো কাস্টোমার আমাদের থেকে অন্য হোস্টিং এ চলে গেছে- এমন রেকর্ড নেই।
      আরো বেশি করে জানার জন্য আমি আমাদের ডাটাবেস থেকে “মামুন”- নামের সব কাস্টোমারদের ইমেইল টিকেট রেকর্ড চেক করলাম। সাপোর্ট টিকেট এর রিপ্লাই দিতে ১ ঘন্টার থেকে বেশি সময় লেগেছে- এমন রেকর্ড নেই।

      >> জনাব আসলাম মামুন, আপনি ভুল তথ্য দিয়ে টিউমেন্ট করেছেন।<<

    @আমি শান্ত: একদম ঠিক বলেছেন ভাই।আমি কয়েকবার ফোন দিয়েও ধরেনি।

      @তাজুল ইসলাম: আমি আন্তরিক ভাবে দুক্ষিত যে আপনি আমাদের ফোন করে সাথে সাথে পাননি , তবে আমারা চেস্টা করি পরিবর্তিতে ব্যাক কল করার । আমরা কাস্টোমার সাপোর্ট আমাদের সাপোর্ট ডেক্স থেকে দিয়ে থাকি সেটা ইমেইল বা সাপোর্ট টিকেটে এবং টেকনিকাল সমস্যা গুলো আমরা তারাতারি সমাধান করি । ফোনে আমরা সেলস রিলেটেড সাপোর্টে দিয়ে থাকি কাজেই হয়ত সেলস রিলেটেড ইসুতে আমাদের সাথে সাথে পাননি ।

    @আমি শান্ত: আমি আন্তরিক ভাবে দুক্ষিত যে আপনি আমাদের ফোন করে সাথে সাথে পাননি । আমরা কাস্টোমার সাপোর্ট আমাদের সাপোর্ট ডেক্স থেকে দিয়ে থাকি সেটা ইমেইল বা সাপোর্ট টিকেটে এবং টেকনিকাল সমস্যা গুলো আমরা তারাতারি সমাধান করি । ফোনে আমরা সেলস রিলেটেড সাপোর্টে দিয়ে থাকি কাজেই হয়ত সেলস রিলেটেড ইসুতে আমাদের সাথে সাথে পাননি ।

**”গ্রীন হোস্টিং” এ ফোন করার পর – ফোন ধরে নাই।** – এই কথা যারা যারা বলছেন তাদের উদ্দেশ্যে বলছি। ১০০% ভুয়া কথা এটি।
আমাদের প্রতিটি কাস্টোমারের কল রেকর্ডিং হয়। কোনো কল মিস হলে- উক্ত মোবাইলে পুনরায় কল ব্যাক করা হয়। কাস্টোমারের মোবাইল ফোন যদি বন্ধও থাকে, তবে ওই নাম্বারে ৩ দিন বিভিন্ন সময়ে কল করে যোগাযোগ করার চেস্টা করা হয়। গ্রীন হোস্টিং এর সাপোর্ট নিয়ে মন্তব্য করছেন, কিন্তু কোনো দিনও গ্রীন হোস্টিং এর সেবা গহন করেন নিই, তারা ১০০% ভুয়া মন্তব্য করছেন।
অন্য হোস্টিং কোম্পানিগুলো যেখানে রিসেলার থেকে হোস্টিং সেবা দেয়, সেখানে আমরা ডেডিকেটেড সার্ভার থেকে হোস্টিং সেবা দিই। এই জন্য আমাদের বেশ কয়েকটি ডেডিকেটেড সার্ভার রয়েছে। টেকটিউনস এ আমাদের স্পন্সরড টিউন দেখলেই আমাদের কাস্টোমারদের রিভিউ চোখে পড়বে। আমাদের সার্ভিসের মান সম্পর্কে আপনাদের একটা ভালো ধারনা হবে।

    @গ্রীন হোস্টিং: ধন্যবাদ। সবাই এই কথাই বলছে অন্য হোস্টিং কোম্পানিগুলো যেখানে রিসেলার থেকে হোস্টিং সেবা দেয়, সেখানে আমরা ডেডিকেটেড সার্ভার থেকে হোস্টিং সেবা দিই। আসলে উক্ত বিষয়টা আমাদের মত ক্লায়েন্টারা বুঝতে পারেনা বলেই বোধ হয় এত বিপদ। যাইহোক আমি যতদূর জানি এই দেশে যারা হোস্টিং সেবা দেন তারা কেউই নিজেদের সার্ভার হতে দেই না। সবাই বিদেশী হোস্টিং প্রভাইডার হতে সার্ভিস ক্রয় করে তা আমাদের নিকট প্যাকেজ আকারে সেল করেন। এই যেমন আপনারা সেবা দিচ্ছেন হোস্ট ডাইম হতে যেমনটা হোস্ট মাইটও দিচ্ছে। অন্যরা যেমন বাইটবুল, হোস্ট ক্লায়েশন, সার্ভারবিডি দিচ্ছে হোস্ট গেটর হতে ইত্যাদি। আপনারা যদি নিজেদের ডাটা সেন্টার হতে সেবা দিতেন তাহলে তো আপনাদের ঠিকানা উল্লেখ থাকবে। সব কিছুই চেক করা যাবে এখানে http://whoishostingwebsite.com/