আসসালামুয়ালাইকুম!
কেমন আছেন সবাই ? আমি মাজিদুল ইমন । আমি একটি .com.bd ডোমেইন কিনতে চাই । হোস্টিং ও নিব । কিন্তু কাদের কাছ থেকে কিনব , তা বুঝে উঠতে পারছি না । সবাই বলে তাদের সার্ভিসই সেরা । আমি এ ব্যাপারে খুবই নতুন । তাই অবিজ্ঞদের সাহায্য আন্তরিকভাবে আশা করছি । কোন ভুল হলে ক্ষমা করবেন।
আমি মাজিদুল হাসান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডোমেইন হোস্টিং এর ব্যাপারে আমার সামান্য অভিজ্ঞতা থেকে বলছি,- কোনো হোস্টিং কোম্পানির মাধ্যমে বাংলাদেশী ডোমেইন রেজিঃ .COM.BD করাবেন না। এটা খুবই গুরুত্বপুর। এই ডোমেইন এর জন্য সরকার কোনো কন্ট্রোল প্যানেল দেয় না। শুধুমাত্র একটা রশিদ দেয়। আপনি যদি কোনো হোস্টিং কোম্পানির মাধ্যমে এই ডোমেইন কিনেন- তবে নির্ঘাত বিপদে পরবেন। আপনার নিজের নামে ও ঠিকানায় এই ডোমেইন অবশ্যিই রেজিঃ করবেন। ঢাকায় এসে অফিস থেকে নিজে রশিদ বুঝে নিবেন। এটাই আপনার ডোমেইন এর কন্ট্রোল প্যানেল।
এক বছরের ও বেশি সময় ধরে “গ্রীন হোস্টিং” এর হোস্টিং সেবা আমি নিজে গ্রহন করে আসছি। চোখ বন্ধ করে আপনার ডোমেইন এখানে হোস্ট করতে পারবেন। এরা বেশ প্রফেশনাল… নিজের কাজ বুঝে ও খুব ভালো সার্ভিস দেয়। আশা করি, আপনিও তাদের কাছ থেকে ভালো সার্ভিস পাবেন। তাদের সেলস নাম্বার ০১৮৪০৩৩৭৯৬৯ এই নাম্বারে যোগাযোগ করুন। ওরা আপনাকে সাহায্য করবে।