Google Play Service কিভাবে ইন্সটল করবো?

প্রথমে আমি দুঃখিত এইভাবে সাহায্য চাওয়ার জন্য। আমি আমার Symphony W16 তে Google Play Service, Google Plus কিছুই ইন্সটল দিতে পারছি না। আমার ফোনে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চাইলে Google Play Services খুজে পাই না আর অন্য সাইট থেকে ডাউনলোড করে ইন্সটল দিলে বলে। Apps not installed । এখন আমি বড় বিপদে পড়সি। আমি আমার কন্ট্রাক্ট নাম্বার নিতে পারছি না যেগুলা আমি আগের সেট এর গুগল প্লাস এ রেখেছিলাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হইলো আমি আমার সাধের Clash Of Clans এর Backup রাখতে চাই! যেইটা গুগল প্লাস এর মধ্যমে করা যায়। কেউ কোনভাবে হেল্প করেন প্লিজ প্লিজ প্লিজ

Level 0

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

https://www.dropbox.com/s/i4nyr1dkt8l1q55/Google%20Play%20services%206.1.88%20%281557022-034%29_6188034.apk?dl=0 এই লিঙ্ক থেকে ডাউনলোড করে ইন্সটল করার চেষ্টা করে দেখুন।

হয় না

সেটিংস এ যেয়ে গুগল একাউন্ট (যে একাউন্ট দিয়ে আপনি এনড্রয়েডের সাথে যুক্ত) থেকে সাইন আউট করুন। ফোন রিস্টার্ট করে আবার সাইন ইন করে দেখুন। কাজ হতে পারে।

    @অদৃশ্য: ভাই… গুগল প্লে সার্ভিস এর এপ টা ইন্সটল এই হয় না

অনেকের মোবাইলে google play service inistall হয় না তাদের জন্য এই পোস্ট
যেভাবে আপনার symphony মোবাইলে
Google play services
install করবেন # যা যা লাগবে ১রুট
করা সেট ২xpoesed installer ৩(latest)
lucky patcher ৪latest Google play
services (apk ) ৫play gemes apk যা
আসা করি আপনারা গুগল থেকে
ডাউনলোড করতে পারবেন #
কাজ ১xposed installer আর lucky
patcher ইন্সটল করুন ২lucky patcher
module e টিক den ৩ এরপর lucky
patcher এ যান ওখান থেকে toolbox
এ যান তারপর patch to Android এ
যান একটু অপেক্ষা করেন একটা
উইন্ডো আসবে যাখানে প্রথম ৩
টায় তাচ করবেন কোনো টিক
পওরবে না কিন্তু দিবেন এরপর
aply বাস কাজ সেস এরপর সেট
রেবুট দেন তারপর google play
service apk install দেন হবে ভাল
লাগ্লে লাইক দেন। কাজ না
হলে আমি দাই না।