টেকটিউনস সহ আপনাদের দৃষ্টি আকর্ষন করতেছি। হ্যা টেকটউনস আপনাকেই বলতেছি।

টেকটিউনসে আমি আজ সারা দিন সময় দিয়েছি শুধু টিউন লিখে। আজ আমি ৬টি টিউন্স করেছি। কিন্তু দূঃখের বিষয় হল তার মধ্যকার ৩টি টিউনস পেনডিং করা হয়েছে। পেন্ডিং  করা টিউনের লিস্ট................

 

এখন আমার কথা হল কেন আমার টিউনস গুলি পেন্ডিং হল তা আমি জানি না। কিন্তু আমার টিউন্স পেন্ডিং করার পর আমার "আসুন সবাই নেই গ্রামীণফোন (GP) সিমে ভ্যাট সহ ৫০ টাকায় ১ GB [ যারা পাননি তাদের জন্যও ]" এই টিউনের কপি করে টিউনার   আসুন সবাই নেই গ্রামীণফোন (GP) সিমে ভ্যাট সহ ৫০ টাকায় ১ GB [ যারা পাননি তাদের জন্যও ]   টিউনটি করেছে।

 

হায়রে দুনিয়া  টেকটিউনস এর পোস্ট টেকটিউনসেই কপি পোস্ট তাও আবার নিজের নামে।

 

শেষ কথা: আমি জানতে চাই কেন আমার টিউনটি পেন্ডিং করা হল। এবং  এর টিউনটি কেন পেন্ডিং হচ্ছে না?     এবং আমি কি কি নিতিমালা না মেনে টিউন করেছিলা্ম? আমি টিটিকে আমার কলেজের মতই ভালবাসি। আমাকে দয়া করে জানিয়ে দিন আমি কি ভূল করেছিলাম। আমি আর ঐ ভূল গুলি করতে চাই না।

এবং আমার টিউন গুলো ফিরে না পেলেও    এর উপযোক্ত বিচার চাই।    এবং টেকটিউনস ডেস্কের দিকে প্লীস একটু নজর দিন।

[Admin টিউনটি পড়ার পর টিউনটি এখানে থাকার প্রয়োজন মনে না করলে টিউনটি ডিলেট করে দিয়েন]   ধন্যবাদ।

Level 1

আমি তানবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হ ঠিকই আছে টেকটিউনস থেকে আপনাকে ব্যান মারা হোক :3 আচ্ছা যাই হোক শয়তানি করছিলাম | শোনেন ভাই টিউন ডিলিট করে techtunes এর কোন লাভ নাই | আর টিউন যেহেতু ডিলিট করছে সেহেতু ডিলিট | কিন্তু তাই বলে আপনি এখানে পোষ্ট না করে হেল্প জ্যাকেটে পোষ্ট করলেও পারতেন |

    @রাকিব প্রধান: আমার দূঃখ এইটা না, আমার দূঃখ হল এটাই যে টিটির পোস্ট টিটিতেই কপি পোস্ট করলে তার কী কোন শাস্তি হওয়ার দরকার নেই?
    কপি করে টিউনার মেহেদি হাসান আসুন সবাই নেই গ্রামীণফোন (GP) সিমে ভ্যাট সহ ৫০ টাকায় ১ GB [ যারা পাননি তাদের জন্যও ] টিউনটি করেছে।
    এটাই আমার দূঃখ।
    আমা করি বুঝতে পারছেন ভাই।

প্রথমত আপনি আপনার উল্লেখিত প্রথম ও শেষ টিউনে ডাউনলোডের লিংক ড্রাইভাট করে নিজের সাইটে দিয়েছেন। টেকটিউনস এর আইডি ফিরিয়ে দেবার পরও আপনি নিজের সাইট লিংক ড্রাইভাট করেছনে। আপনার আইডি টেকটিউনস থেকে অনেক আগেই স্থায়ি ভাবে স্থগিত হবার কথা ছিল। মডারেটর শিথীলতা বশত হয়ত তা করেননি।

২য় এখন মোবাইল অপারেটরদের প্যাকেজ অফার মূলক টিউন গুলো অপসারণ করা হচ্ছে। মোবাইল অপারেটর এর খবর, বিশ্লেষণ ধর্মী টিউন, গঠনমূলক টিউন ইত্যাদি প্রকাশ করা যাবে তবে প্যাকেজ নিয়ে টিউন না। কারণ এ ধরনের প্যাকেজের অফারের টিউন টিউনার কোন ধরনের মেধা বহন করে না। তাই লক্ষ করলেে দেখবেন শুধু আপনার নয় মোবাইল আপরেটরদের প্যাকেজ সংক্রান্ত বিভিন্ন অফার টেকটিউনস থেকে অপসারিত হচ্ছে এবং স্থায়ি হচ্ছে না। আপনি নিজ থেকে গঠনমূলক টিউন করুন। আপনার টিউন স্থগিত হবে না।

আপনার অভিযুক্ত টিউন এর টিউন ও টিউনারশীপ উভয়ই স্থায়ী ভাবে স্থগিত হয়েছে। টেকটিউনস মান ধারা ও নীতিমালা সবার জন্য সমান।

আপনার জন্য এটার সর্বশেষ নির্দেশ নীতিমালা ভঙ্গ করে টিউন না করার।

    ধন্যবাদ আমি এখন বুজতে পেরেছি ঠিক কি কারনে আমার টিউনস স্থগিত করা হয়েছে। এর পর থেকে আর কোন ভূল হবে না।

    @টেকটিউনস: আমি কী আমার আগের চেইন টিউন গুলি সঠিক নিয়মে আবার করতে পারি ?