টেকটিউনসে আমি আজ সারা দিন সময় দিয়েছি শুধু টিউন লিখে। আজ আমি ৬টি টিউন্স করেছি। কিন্তু দূঃখের বিষয় হল তার মধ্যকার ৩টি টিউনস পেনডিং করা হয়েছে। পেন্ডিং করা টিউনের লিস্ট................
এখন আমার কথা হল কেন আমার টিউনস গুলি পেন্ডিং হল তা আমি জানি না। কিন্তু আমার টিউন্স পেন্ডিং করার পর আমার "আসুন সবাই নেই গ্রামীণফোন (GP) সিমে ভ্যাট সহ ৫০ টাকায় ১ GB [ যারা পাননি তাদের জন্যও ]" এই টিউনের কপি করে টিউনার মেহেদি হাসান আসুন সবাই নেই গ্রামীণফোন (GP) সিমে ভ্যাট সহ ৫০ টাকায় ১ GB [ যারা পাননি তাদের জন্যও ] টিউনটি করেছে।
শেষ কথা: আমি জানতে চাই কেন আমার টিউনটি পেন্ডিং করা হল। এবং মেহেদি হাসান এর টিউনটি কেন পেন্ডিং হচ্ছে না? এবং আমি কি কি নিতিমালা না মেনে টিউন করেছিলা্ম? আমি টিটিকে আমার কলেজের মতই ভালবাসি। আমাকে দয়া করে জানিয়ে দিন আমি কি ভূল করেছিলাম। আমি আর ঐ ভূল গুলি করতে চাই না।
এবং আমার টিউন গুলো ফিরে না পেলেও মেহেদি হাসান এর উপযোক্ত বিচার চাই। এবং টেকটিউনস ডেস্কের দিকে প্লীস একটু নজর দিন।
আমি তানবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
হ ঠিকই আছে টেকটিউনস থেকে আপনাকে ব্যান মারা হোক :3 আচ্ছা যাই হোক শয়তানি করছিলাম | শোনেন ভাই টিউন ডিলিট করে techtunes এর কোন লাভ নাই | আর টিউন যেহেতু ডিলিট করছে সেহেতু ডিলিট | কিন্তু তাই বলে আপনি এখানে পোষ্ট না করে হেল্প জ্যাকেটে পোষ্ট করলেও পারতেন |