বাংলা ব্লগের সাথে ইংরেজি করব তার জন্য সাহাজ্য চাই।

ধরুন আমার ডুমেইন টির নাম techtunes.io এবং এটি এচটি বাংলা ব্লগ। এখন আ্মি  বাংলার সাথে ইংরেজি ভার্সন ও চালো করতে চাই । এখন আমার প্রশ্ন হল আমি এখানে কি সাব ডোমেইন নিব?   en.techtunes.io / blog.techtunes.io / m.techtunes.io / mobi.techtunes.io আমি কোন ধরনের সাব ডোমেইন নিব। সাজেসন দিলে খুবি উপকৃত হতাম। ওয়াপ মাস্টার ভায়েরা প্লীস প্লীস প্লীস সাহাজ্য করুন।

Level 1

আমি তানবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবচেয়ে ভালো হয় সম্ভবত ইংরেজি ভার্সন হোম ডোমেইন এ রেখে সাবডোমেইন এ বাংলা রাখলে। তবে যদি ইংরেজি সাবডোমেইন এই রাখতে চান তবে en ব্যবহার করুন। অর্থাৎ en.domainname.com

আমার ওয়েবসাইটগুলোর ধরণঃ http://www.techboxbd.com এবং http://bangla.techboxbd.com
এবং আমার অনেকগুলো ওয়েবসাইট সবই একই নিয়মের তৈরি। বাংলা ও ইংরেজি ভার্সনের ক্ষেত্রে।

Level 0

সাব-ডোমেইন চাড়া আপনি কোনভাবে একি ডোমেইন এ দুই সাইট অথবা বাংলা, ইংরেজি চালাতে পারবেন না
আপনাকে অবশ্যই সাব ডোমেইন ক্রিয়েট করতে হবে , আর সেটা আপনি আপনার সি প্যানেল থেকে খুব সহজেই করতে পারেন ।

আর একটা কথা টিউন করে হেল্প চাওয়া টা টিটির রুলস ভাঙ্গার অন্তর্ভুক্ত তাই পরবর্তী সময়ে এই ভাবে হেল্প চাইবেন না তার জন্য হেল্পডেস্ক আছে ।

    @HAPPY: আপনি মনে হয় জানেন না যে টিটি “সাহাজ্য-জিজ্ঞাসা” কেটাগরিটি ও একটা হেল্প ডেস্ক। আর আমি জানতে চেয়েছি কোন সাবডোমেইট টি নিব?